ইসরাইলি বাহিনীর বর্বরতার শেষ নেই: আজও ১ ফিলিস্তিনি শহীদ
অধিকৃত জর্দান নদীর পশ্চিমতীরে ইহুদিবাদী ইসরাইলি বাহিনী আরেক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে।আজ (শনিবার) পশ্চিম তীরের আল-খলিল শহরের ‘আবু আল-আরিশ’ নিরাপত্তা চৌকির কাছে ছুরিকাঘাতের কথিত অভিযোগে ফিলিস্তিনি কিশোরকে হত্যা করা হয়েছে বলে ইসরাইলি পুলিশের মুখপাত্র লুবা আল-সামরি জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ১৭ বছর বয়সি আব্দুল্লাহ মোহাম্মদ আল আযলৌনিকে ইসরাইলের অবৈধ বসতি ‘কিরয়াত আরবা’র কাছে একটি নিরাপত্তা চৌকির কাছে শহীদ করা হয়েছে।ইসরাইলি বাহিনী ওই ফিলিস্তিনি কিশোরের শরীর গুলিতে ঝাঁঝড়া করে দিয়েছে বলেও জানান প্রত্যক্ষদর্শীরা। ছুরিকাঘাতে সামন্য আহত ওই ইসরাইলি সেনাকে চিকিৎসার জন্য নিকটবর্তী একটি হাসপাতালে নেয়া হয়েছে বলে সংবাদ মাধ্যমে বলা হয়েছে।
এই ঘটনার পর শহরের ইব্রাহিম মসজিদের প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে ইসরাইলি বাহিনী। ইসরাইল ২০০০ সালে ওই এলাকাকে ‘নিষিদ্ধ সামরিক জোন’ হিসেবে ঘোষণা দিয়েছে। পশ্চিম তীরের বৃহত্তম আল খলিল শহরে ফিলিস্তিনি এবং ইসরাইলি সেনাদের কড়া পাহারায় বসবাসরত অবৈধ বসতিস্থাপনকারীদের সঙ্গে প্রায়ই সংঘর্ষ হচ্ছে।
গত আগস্ট মাসের শেষ দিকে ইহুদিবাদী সেনারা আল-আকসা মসজিদ চত্বরে ফিলিস্তিনি মুসল্লিদের নামাজ পড়তে বাধা দেয়। এরপর থেকে জর্দান নদীর পশ্চিম তীরে ইসরাইল বিরোধী কুদস-ইন্দিফাদা বা কুদস-গণজাগরণ চলছে। অক্টোবর মাস থেকে ইহুদিবাদী বাহিনী এবং ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ চলছে এবং এতে নারী ও শিশুসহ এ পর্যন্ত অন্তত ২০৬ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এ সময়ে ইসরাইলি বাহিনীর হামলায় আহত হন আরো বহু ফিলিস্তিনি।# ১৯ মার্চ (রেডিও তেহরান):
No comments: