‘বিএনপির ষষ্ঠ কাউন্সিল যুগান্তকারী ঘটনা হিসেবে ইতিহাসে স্থান পাবে’
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আশা প্রকাশ করে বলেছেন, ‘
আজ (শুক্রবার) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন। রিজভী বলেন, আমরা আশা করছি, সরকার কাউন্সিলে বাধা দেবে না। কাউন্সিল সফল হবে। বিএনপি’র কাউন্সিলকে ঘিরে ইতোমধ্যে সারাদেশের বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ কাউন্সিল সফলতার সাথে সম্পন্ন হয়ে আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলন আরও বেগবান হবে- এমন আশা প্রকাশ করে রিজভী বলেন, ‘ভঙ্গুর গণতন্ত্রের এ দেশে মানুষের হারানো অধিকার ফিরিয়ে আনতে দেশের সংগ্রামী মানুষ যে আজ ঐক্যবদ্ধ এবং বিএনপি চেয়ারপারসর বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আস্থাশীল তা ইতোমধ্যে প্রতিফলিত হয়েছে। খালেদা জিয়ার নেতৃত্বে দেশরক্ষার আন্দোলনে সাড়া দিয়ে দেশের সর্বস্তরের জনতা আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলন সফল হবে, মানুষ ফিরে পাবে গণতন্ত্র, তাদের বাক স্বাধীনতা।’
তিনি বলেন, কাউন্সিলের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। কাউন্সিলকে সফল করতে গঠিত সব উপ-কমিটি তাদের কার্যক্রম শতভাগ সম্পন্ন করেছে। আমাদের দাবি অনুযায়ী, সোহরাওয়ার্দী উদ্যানে কাউন্সিল করার অনুমতি পেয়েছি। এ জন্য যথাযথ কর্তৃপক্ষকে ধন্যবাদ।
রিজভী আরও বলেন, ইতোধ্যে দেশের বিএনপির ৭৬টি সাংগঠনিক জেলার সভাপতি-সম্পাদক, প্রত্যেক থানা, পৌরসভা, জেলা ও মহানগরের সভাপতি-সম্পাদক এবং সাংগঠনিক জেলা থেকে ২ জনকে করে নারী কাউন্সিলরকে কার্ড দেয়া হয়েছে। সারাদেশ থেকে কাউন্সিল ও ডেলিগেটরা ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ঢাকা মহানগর বিএনপি নেতা কাজী আবুল বাশার প্রমুখ।#১৮ মার্চ (রেডিও তেহরান):
No comments: