বিএনপির কাউন্সিলকে তামাশা ও নাটক বললেন ওবায়দুল কাদের
বিএনপির কাউন্সিলকে তামাশা ও নাটক বললেন ওবায়দুল কাদের
বিএনপির জাতীয় কাউন্সিলকে তামাশা ও নাটক বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (২০ মার্চ) বেলা ১১টার দিকে ঢাকা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিএনপির মুখে গণতন্ত্রের বুলি মানে ভূতের মুখে রাম নাম।
সংলাপের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাখতে চান না। তাহলে তিনি কার সঙ্গে সংলাপ করতে চান?
মন্ত্রী প্রশ্ন করেন, বিএনপির কাউন্সিলে খালেদা জিয়া তার বক্তব্যে শেখ হাসিনামুক্ত নির্বাচন করার কথা বলেছেন। এটা বলে তিনি কি বোঝাতে চেয়েছেন?
তিনি আরও বলেন, খালেদা জিয়ার এ বক্তব্য গণতন্ত্রের ভাষা নয়, অস্ত্রের ভাষায় কথা বলেছেন তিনি। তার এ বক্তব্য পরিস্কার নয়। তারপরও তার বক্তব্য অন্ধ আক্রোশের বহি:প্রকাশ ছাড়া কিছু নেই।
ওবায়দুল কাদের সন্দেহ প্রকাশ করে বলেন, তাহলে কি খালেদা জিয়া ১৫ আগস্টের ট্র্যাজেডির মতো জড়িয়ে পড়ছেন। নির্বাচনের ব্যাপার নির্বাচন কমিশন জানে। খালেদা জিয়ার বক্তব্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে দেশের মানুষ।
ওদিকে,বিএনপির কাউন্সিলে আমন্ত্রণপত্র পাওয়া নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম অসত্য কথা বলেছেন বলে দাবি করেছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রোববার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বিএনপির কাউন্সিলে আমন্ত্রণ নিয়ে অসত্য কথা বলেছেন। তিনি দেশের একজন সুপরিচিত রাজনৈতিক নেতা। আমাদের যে প্রতিনিধি টিম গিয়েছিলেন তারা নিজে আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে সভাপতি শেখ হাসিনার কার্ড দিয়েছেন এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের কার্ড সেখানে দিয়েছিলেন।’
রিজভী বলেন, ‘তার মতো দেশের একজন বিশিষ্ট রাজনীবিদ এ ধরনের কথা বলবেন এটা সত্যি খুব দুঃখজনক।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শনিবার দুপুরে সৈয়দ আশরাফ বলেছিলেন, ‘বিএনপির সম্মেলনে এখনো পর্যন্ত আমন্ত্রণ পাইনি।’#২০ মার্চ(রেডিও তেহরান):
No comments: