Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ভাঙ্গনের অভিযোগ উড়িয়ে দিলেন নতুন তালেবান নেতা তালেবান নেতা মোল্লাহ মনসুর ও মোল্লাহ ওমর ভাঙ্গনের অভিযোগ উড়িয়ে দিয়ে শত্রুদের বিরুদ্ধে জিহাদে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আফগানিস্তানের তালেবানের নতুন নেতা মোল্লাহ আখতার মনসুর। সদ্য প্রকাশিত ৩০ মিনিট দীর্ঘ এক অডিও বার্তায় আফগান কর্তৃপক্ষের সঙ্গে কোনো প্রকার শান্তি আলোচনার তথ্যও নাকচ করে দিয়েছেন নতুন এই নেতা। মোল্লাহ আখতার মনসুর তার দলের সদস্যদের প্রতি এমন সময় এই বক্তৃতা দিলেন, যখন তালেবানের মধ্যে ভাঙ্গন ধরেছে বলে খবর পাওয়া যাচ্ছে। মোল্লাহ মোহাম্মদ ওমরের মৃত্যুর খবর নিশ্চিতের পর বৃহস্পতিবার আখতার মনসুরকে দলের নেতা নির্বাচিত করা হয়। কিন্তু মনসুরের এই নিয়োগ ইসলামের শরিয়াহ সম্মত হয়নি বলে অভিযোগ এনেছে তালিবানের একটি অংশ। নতুন এই নেতার নিয়োগের পর তালিবানের এক মুখপাত্র বিবিসিকে বলেছে, শরিয়াহ আইন মোতাবেক সকল তালিবানের অনুমতিতে নতুন এই নেতার নিয়োগ দেয়া হয়নি। এই অবস্থায়, সকলকে ঐক্যবদ্ধ হবার ডাক দিয়ে মনসুর বলেছেন, আমাদের বিভেদ আমাদের শত্রুদেরই উল্লসিত করবে। অডিওতে তিনি বোঝাতে চেয়েছেন যে তালেবান এই যুদ্ধে ইস্তফা দিয়ে শান্তির পথ ধরছে না। বিবিসির বিশ্লেষকরা মনে করছেন, তালেবানের আগের নেতা মোল্লাহ ওমর-এর চেয়ে যে মোল্লাহ মনসুর-এর কর্মপন্থা ভিন্ন হবে সেটি তার এই অডিও বার্তা দেখেই অনুমান হচ্ছে। সূত্র: বিবিসি বাংলা -





 ভাঙ্গনের অভিযোগ উড়িয়ে দিলেন নতুন তালেবান নেতা

তালেবান নেতা মোল্লাহ মনসুর ও মোল্লাহ ওমর

ভাঙ্গনের অভিযোগ উড়িয়ে দিয়ে শত্রুদের বিরুদ্ধে জিহাদে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আফগানিস্তানের তালেবানের নতুন নেতা মোল্লাহ আখতার মনসুর। সদ্য প্রকাশিত ৩০ মিনিট দীর্ঘ এক অডিও বার্তায় আফগান কর্তৃপক্ষের সঙ্গে কোনো প্রকার শান্তি আলোচনার তথ্যও নাকচ করে দিয়েছেন নতুন এই নেতা।
মোল্লাহ আখতার মনসুর তার দলের সদস্যদের প্রতি এমন সময় এই বক্তৃতা দিলেন, যখন তালেবানের মধ্যে ভাঙ্গন ধরেছে বলে খবর পাওয়া যাচ্ছে।
মোল্লাহ মোহাম্মদ ওমরের মৃত্যুর খবর নিশ্চিতের পর বৃহস্পতিবার আখতার মনসুরকে দলের নেতা নির্বাচিত করা হয়। কিন্তু মনসুরের এই নিয়োগ ইসলামের শরিয়াহ সম্মত হয়নি বলে অভিযোগ এনেছে তালিবানের একটি অংশ।
নতুন এই নেতার নিয়োগের পর তালিবানের এক মুখপাত্র বিবিসিকে বলেছে, শরিয়াহ আইন মোতাবেক সকল তালিবানের অনুমতিতে নতুন এই নেতার নিয়োগ দেয়া হয়নি।
এই অবস্থায়, সকলকে ঐক্যবদ্ধ হবার ডাক দিয়ে মনসুর বলেছেন, আমাদের বিভেদ আমাদের শত্রুদেরই উল্লসিত করবে। অডিওতে তিনি বোঝাতে চেয়েছেন যে তালেবান এই যুদ্ধে ইস্তফা দিয়ে শান্তির পথ ধরছে না।
বিবিসির বিশ্লেষকরা মনে করছেন, তালেবানের আগের নেতা মোল্লাহ ওমর-এর চেয়ে যে মোল্লাহ মনসুর-এর কর্মপন্থা ভিন্ন হবে সেটি তার এই অডিও বার্তা দেখেই অনুমান হচ্ছে। সূত্র: বিবিসি বাংলা
-






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply