Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ইয়েমেনি আনসারুল্লাহর হামলায় পালিয়েছে সৌদি সেনারা : ইয়েমেনের সেনাবাহিনী ও জনপ্রিয় আনসারুল্লাহ যোদ্ধাদের হামলায় ঘাঁটি ছেড়ে পালিয়েছে সৌদি আরবের কয়েকশ সেনা। ইয়েমেনের যোদ্ধাদের হামলা জোরদারের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় কয়েকটি অবস্থান ছেড়ে সেনারা পালিয়ে যায়। ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, আনসারুল্লাহ যোদ্ধা ও সেনারা সম্মিলিতভাবে সৌদি আরবের জিজান প্রদেশের আত-তাওয়াল জেলার সামরিক অবস্থানে ব্যাপকভাবে মর্টারের গোলা বর্ষণ করে। এতে সেনারা তাদের সামরিক যান ফেলে ঘাঁটি থেকে পালিয়ে যায়। একই প্রদেশের আদ-দুদ সামরিক জোন ও কোবান এলাকায় ইয়েমেনি গোলা বর্ষণে সৌদি সেনাদের মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। জিজান প্রদেশের আজ-জিহাদ সামরিক জোনেও রকেট হামলা চালিয়েছে ইয়েমেনের সেনা ও আনসারুল্লাহ যোদ্ধারা। দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের আরাবেহ ও রাবুয়াহ জোনেও হামলা চালিয়েছে তারা। এছাড়া, নাজরান প্রদেশের নহুকা জেলার হারাস সামরিক ক্যাম্পেও হামলা চালানো হয়েছে। গত কয়েক মাসের মধ্যে এসব হামলার মাত্রা ছিল অনেক বেশি ব্যাপক। ইয়েমেনে সৌদি বর্বর বিমান হামলা অব্যাহত থাকার প্রেক্ষাপটে আনসারুল্লাহ ও ইয়েমেনের সেনারা মর্টার এবং রকেট হামলা চালিয়ে জবাব দিল। এদিকে, বন্দরনগরী এডেন থেকে পাওয়া খবরে জানা গেছে- সৌদি আরব এম-১ আব্রাম ট্যাংকের বিশাল বহর পাঠিয়েছে। এসব ট্যাংক লাহিজ প্রদেশের আনাদ সামরিক ঘাঁটির দিকে এগিয়ে যাচ্ছে। এর আগে এ ঘাঁটি এলাকায় ইয়েমেনের বিপ্লবী যোদ্ধা ও পলাতক প্রেসিডেন্ট মানসুর হাদির সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে।# ৫ আগস্ট (রেডিও তেহরান)





ইয়েমেনি আনসারুল্লাহর হামলায় পালিয়েছে সৌদি সেনারা
: ইয়েমেনের সেনাবাহিনী ও জনপ্রিয় আনসারুল্লাহ যোদ্ধাদের হামলায় ঘাঁটি ছেড়ে পালিয়েছে সৌদি আরবের কয়েকশ সেনা। ইয়েমেনের যোদ্ধাদের হামলা জোরদারের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় কয়েকটি অবস্থান ছেড়ে সেনারা পালিয়ে যায়।



ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, আনসারুল্লাহ যোদ্ধা ও সেনারা সম্মিলিতভাবে সৌদি আরবের জিজান প্রদেশের আত-তাওয়াল জেলার সামরিক অবস্থানে ব্যাপকভাবে মর্টারের গোলা বর্ষণ করে। এতে সেনারা তাদের সামরিক যান ফেলে ঘাঁটি থেকে পালিয়ে যায়। একই প্রদেশের আদ-দুদ সামরিক জোন ও কোবান এলাকায় ইয়েমেনি গোলা বর্ষণে সৌদি সেনাদের মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে।



জিজান প্রদেশের আজ-জিহাদ সামরিক জোনেও রকেট হামলা চালিয়েছে ইয়েমেনের সেনা ও আনসারুল্লাহ যোদ্ধারা। দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের আরাবেহ ও রাবুয়াহ জোনেও হামলা চালিয়েছে তারা। এছাড়া, নাজরান প্রদেশের নহুকা জেলার হারাস সামরিক ক্যাম্পেও হামলা চালানো হয়েছে। গত কয়েক মাসের মধ্যে এসব হামলার মাত্রা ছিল অনেক বেশি ব্যাপক।



ইয়েমেনে সৌদি বর্বর বিমান হামলা অব্যাহত থাকার প্রেক্ষাপটে আনসারুল্লাহ ও ইয়েমেনের সেনারা মর্টার এবং রকেট হামলা চালিয়ে জবাব দিল।



এদিকে, বন্দরনগরী এডেন থেকে পাওয়া খবরে জানা গেছে- সৌদি আরব এম-১ আব্রাম ট্যাংকের বিশাল বহর পাঠিয়েছে। এসব ট্যাংক লাহিজ প্রদেশের আনাদ সামরিক ঘাঁটির দিকে এগিয়ে যাচ্ছে। এর আগে এ ঘাঁটি এলাকায় ইয়েমেনের বিপ্লবী যোদ্ধা ও পলাতক প্রেসিডেন্ট মানসুর হাদির সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে।#
৫ আগস্ট (রেডিও তেহরান)






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply