Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মেহেরপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আন্তজেলা ডাকাত দলের সর্দার মিয়ারুল ইসলাম (৩৫) নিহত হয়েছে। গতরাত আড়াইটার দিকে সদর উপজেলার রাজনগর ব্রীজের কাছে মিয়ারুলকে নিয়ে পুলিশ অস্ত্র উদ্ধার করতে গেলে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বোমা, অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন। নিহত মিয়ারুল ইসলাম সদর উপজেলার নুরপুর গ্রামের মৃত ইমান আলীর ছেলে। মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, শনিবার সন্ধ্যায় নুরপুর গ্রাম থেকে মিয়ারুলকে গ্রেফতার করা হয়। থানায় এনে জিজ্ঞাসাবাদে তার বাহিনীর কর্মকান্ড ও অস্ত্রের সন্ধান দেয়। তাকে নিয়ে রাজনগর ব্রীজের কাছে অস্ত্র উদ্ধারে গেলে সেখানে আগে থেকে ওত পেতে থাকা তার বাহিনীর সদস্যরা পুলিশের উপর গুলি চালায়। পুলিশ পাল্টা কয়েক রাউন্ড গুলি চালালে তারা পালিয়ে যায়। এসময় পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয় মিয়ারুল। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে মিয়ারুলের সঙ্গীদের ফেলে যাওয়া ৪টি বোমা, ১টি এলজি সার্টারগান, ৩ রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। বন্দুকযুদ্ধে সদর থানার এসআই আহসান উল্লাহ, এএসআই আব্দুল হক, এএসআই অর্জুন কুমার ও কনস্টেবল আব্দুর রাজ্জাকসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। মিয়ারুলের নামে জেলার তিনটি থানায় হত্যা, ডাকাতি ও বোমা বিষ্ফোরণের ১০টি মামলা রয়েছে বলে জানান তিনি।





 মেহেরপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আন্তজেলা ডাকাত দলের সর্দার মিয়ারুল ইসলাম (৩৫) নিহত হয়েছে। গতরাত আড়াইটার দিকে সদর উপজেলার রাজনগর ব্রীজের কাছে মিয়ারুলকে নিয়ে পুলিশ অস্ত্র উদ্ধার করতে গেলে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বোমা, অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন। নিহত মিয়ারুল ইসলাম সদর উপজেলার নুরপুর গ্রামের মৃত ইমান আলীর ছেলে। মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান,  শনিবার সন্ধ্যায় নুরপুর গ্রাম থেকে মিয়ারুলকে গ্রেফতার করা হয়। থানায় এনে জিজ্ঞাসাবাদে তার বাহিনীর কর্মকান্ড ও অস্ত্রের সন্ধান দেয়। তাকে নিয়ে রাজনগর ব্রীজের কাছে অস্ত্র উদ্ধারে গেলে সেখানে আগে থেকে ওত পেতে থাকা তার বাহিনীর সদস্যরা পুলিশের উপর গুলি চালায়। পুলিশ পাল্টা কয়েক রাউন্ড গুলি চালালে তারা পালিয়ে যায়। এসময় পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয় মিয়ারুল। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে মিয়ারুলের সঙ্গীদের ফেলে যাওয়া ৪টি বোমা, ১টি এলজি সার্টারগান, ৩ রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। বন্দুকযুদ্ধে সদর থানার এসআই আহসান উল্লাহ, এএসআই আব্দুল হক, এএসআই অর্জুন কুমার ও কনস্টেবল আব্দুর রাজ্জাকসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। মিয়ারুলের নামে জেলার তিনটি থানায় হত্যা, ডাকাতি ও বোমা বিষ্ফোরণের ১০টি মামলা রয়েছে বলে জানান তিনি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply