মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মেহেরপুর জেলা প্রমাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আরিফ হোসেন এর ভ্রাম্যমান আদালত ২ যুবকের ৬ মাস করে জেল এবং ১ যুবকের ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে। আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ১৯ এর ৭ (ক) ধারায় বাসিরুল এবং মামুনের ৬ মাস করে কারাদন্ড এবং উমেদকে একই আইনের ২৬ ধারায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করেণ। মোরাদের নেতৃত্বে সদর উপজেলা কালীগাংনী গ্রাম থেকে মোশাররফের ছেলে বাসিরুল এবং কাটুর ছেলে মামুনকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে। একই দিনে এস আই প্রসেনের নেতৃত্বে রাজনগর গ্রাম থেকে আকমলের ছেলে উমেদ আলীকে ৫গ্রাম গাঁজা সহ আটক করে
মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মেহেরপুর জেলা প্রমাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আরিফ হোসেন এর ভ্রাম্যমান আদালত ২ যুবকের ৬ মাস করে জেল এবং ১ যুবকের ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে। আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ১৯ এর ৭ (ক) ধারায় বাসিরুল এবং মামুনের ৬ মাস করে কারাদন্ড এবং উমেদকে একই আইনের ২৬ ধারায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করেণ। মোরাদের নেতৃত্বে সদর উপজেলা কালীগাংনী গ্রাম থেকে মোশাররফের ছেলে বাসিরুল এবং কাটুর ছেলে মামুনকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে। একই দিনে এস আই প্রসেনের নেতৃত্বে রাজনগর গ্রাম থেকে আকমলের ছেলে উমেদ আলীকে ৫গ্রাম গাঁজা সহ আটক করে।
No comments: