Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বাইসনের সাথে 'সেলফি' নয়: পর্যটকরা সাবধান ইয়েলোস্টোন পার্কে বাইসন যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে আসা পর্যটকদের সতর্ক করে দেয়া হয়েছে যেন তারা সেখানকার বাইসনের সাথে সেলফি তোলার চেষ্টা না করেন। বাইসন হচ্ছে এক ধরণের মহিষ - যাদের প্রায়-বিলুপ্তির হাত থেকে রক্ষা করে ওয়াইওমিং রাজ্যের এই ইয়েলোস্টোন অভয়ারণ্যে অবাধে বিচরণের জন্য ছেড়ে দেয়া হয়েছে। কিন্তু তাদের সাথে সেলফি তোলাটা মোটেও নিরাপদ নয়। গত এক বছরের মধ্যে বাইসনের সাথে সেলফি তুলতে গিয়ে আহত হবার পাঁচটি ঘটনার পর কর্তৃপক্ষ এই সতর্কবাণী জারি করলো। এরকম ঘটনা সবশেষ শিকার হন ৪৩ বছর বয়স্ক একজন মহিলা। তিনি ও তার মেয়ে সেলফি তোলার জন্য অন্যদের হুঁশিয়ারি উপেক্ষা করে একটি বাইসনের খুব কাছাকাছি চলে যান। এর পর হঠাৎ করেই বাইসনটি তাকে তাড়া করে এবং তার গুঁতোয় মহিলা শূন্যে কয়েক ফুট ওপরে উঠে যান। তবে তার গুরুতর কোন চোট লাগে নি। একটি পূর্ণ বয়স্ক বাইসনের ওজন ৯০০ কেজিরও বেশি হতে পারে, কিন্তু এত বিশাল আকৃতির হয়েও তারা অত্যন্ত দ্রুত দৌড়োতে পারে। পার্কের নিয়মে বলা হয়েছে যেন দর্শকরা বাইসন থেকে অন্তত ৭৫ ফুট দূরে থাকেন। জুন মাসে একইভাবে বাইসনের গুঁতোয় ৬৮ বছর বয়স্ক এক মহিলা গুরুতর আহত হন।





 বাইসনের সাথে 'সেলফি' নয়: পর্যটকরা সাবধান

ইয়েলোস্টোন পার্কে বাইসন

যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে আসা পর্যটকদের সতর্ক করে দেয়া হয়েছে যেন তারা সেখানকার বাইসনের সাথে সেলফি তোলার চেষ্টা না করেন।

বাইসন হচ্ছে এক ধরণের মহিষ - যাদের প্রায়-বিলুপ্তির হাত থেকে রক্ষা করে ওয়াইওমিং রাজ্যের এই ইয়েলোস্টোন অভয়ারণ্যে অবাধে বিচরণের জন্য ছেড়ে দেয়া হয়েছে। কিন্তু তাদের সাথে সেলফি তোলাটা মোটেও নিরাপদ নয়।

গত এক বছরের মধ্যে বাইসনের সাথে সেলফি তুলতে গিয়ে আহত হবার পাঁচটি ঘটনার পর কর্তৃপক্ষ এই সতর্কবাণী জারি করলো।

এরকম ঘটনা সবশেষ শিকার হন ৪৩ বছর বয়স্ক একজন মহিলা। তিনি ও তার মেয়ে সেলফি তোলার জন্য অন্যদের হুঁশিয়ারি উপেক্ষা করে একটি বাইসনের খুব কাছাকাছি চলে যান। এর পর হঠাৎ করেই বাইসনটি তাকে তাড়া করে এবং তার গুঁতোয় মহিলা শূন্যে কয়েক ফুট ওপরে উঠে যান।

তবে তার গুরুতর কোন চোট লাগে নি।

একটি পূর্ণ বয়স্ক বাইসনের ওজন ৯০০ কেজিরও বেশি হতে পারে, কিন্তু এত বিশাল আকৃতির হয়েও তারা অত্যন্ত দ্রুত দৌড়োতে পারে।

পার্কের নিয়মে বলা হয়েছে যেন দর্শকরা বাইসন থেকে অন্তত ৭৫ ফুট দূরে থাকেন।

জুন মাসে একইভাবে বাইসনের গুঁতোয় ৬৮ বছর বয়স্ক এক মহিলা গুরুতর আহত হন।







«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply