Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ছায়াপথে নতুন পৃথিবী পেল নাসা মাত্র ক’দিন আগেই পু­টোতে বরফের অস্তিত্বের খোঁজ দিয়েছিলেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। এবার তারা দিলেন আমাদের ছায়াপথেই (মিল্কিওয়ে) আরেক পৃথিবীসদৃশ গ্রহের সন্ধান পাওয়ার কথা। নাসার টেলিস্কোপ কেপলার স্পেস অবজারভেটরি ছায়াপথের কোনায় এ গ্রহের ছবি ধারণ করেছে। প্রাথমিক তথ্যমতে, সেখানে পানির অস্তিত্ব থাকার প্রমাণও এসব ছবিতে মিলেছে। তেমনটি হলে এতে প্রাণের সন্ধান পাওয়া যেতে পারে। নাসার গবেষকদের ধারণা, পৃথিবীর সঙ্গে অনেক বেশি মিল রয়েছে নতুন খোঁজ পাওয়া এ গ্রহের। আমাদের সূর্যের মতো কোনো নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে এটিও। বৃহস্পতিবার (বাংলাদেশে আজ) এ নিয়ে বিস্তারিত জানানোর কথা রয়েছে নাসার। যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত কেপলার ‘গোল্ডিলক জোনে’ (ছায়াপথের নাতিশীতোষ্ণ অঞ্চল- যেখানে বসবাসের উপযোগী গ্রহ থাকতে পারে বলে ধারণা) চার হাজার গ্রহের খোঁজ দিয়েছে। সবই পাথুরে, গ্যাসীয় বা নক্ষত্রের খুব নিকটবর্তী বলে বসবাসের অনুযোগী। পৃথিবীর মতো বসবাসের উপযোগী গ্রহের খোঁজ এখনও চলছে। স্পেসডটকম, টেলিগ্রাফ। -




 
ছায়াপথে নতুন পৃথিবী পেল নাসা


মাত্র ক’দিন আগেই পু­টোতে বরফের অস্তিত্বের খোঁজ দিয়েছিলেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। এবার তারা দিলেন আমাদের ছায়াপথেই (মিল্কিওয়ে) আরেক পৃথিবীসদৃশ গ্রহের সন্ধান পাওয়ার কথা।
নাসার টেলিস্কোপ কেপলার স্পেস অবজারভেটরি ছায়াপথের কোনায় এ গ্রহের ছবি ধারণ করেছে। প্রাথমিক তথ্যমতে, সেখানে পানির অস্তিত্ব থাকার প্রমাণও এসব ছবিতে মিলেছে। তেমনটি হলে এতে প্রাণের সন্ধান পাওয়া যেতে পারে।
নাসার গবেষকদের ধারণা, পৃথিবীর সঙ্গে অনেক বেশি মিল রয়েছে নতুন খোঁজ পাওয়া এ গ্রহের। আমাদের সূর্যের মতো কোনো নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে এটিও। বৃহস্পতিবার (বাংলাদেশে আজ) এ নিয়ে বিস্তারিত জানানোর কথা রয়েছে নাসার।
যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত কেপলার ‘গোল্ডিলক জোনে’ (ছায়াপথের নাতিশীতোষ্ণ অঞ্চল- যেখানে বসবাসের উপযোগী গ্রহ থাকতে পারে বলে ধারণা) চার হাজার গ্রহের খোঁজ দিয়েছে। সবই পাথুরে, গ্যাসীয় বা নক্ষত্রের খুব নিকটবর্তী বলে বসবাসের অনুযোগী। পৃথিবীর মতো বসবাসের উপযোগী গ্রহের খোঁজ এখনও চলছে। স্পেসডটকম, টেলিগ্রাফ।
-







«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply