পাকিস্তানে শীর্ষ সুন্নি জঙ্গি নেতা নিহত
পাকিস্তানের পুলিশ বলছে তারা নিষিদ্ধ ঘোষিত সুন্নি জঙ্গি গ্রুপ লস্কর-ই-জাংভী’র নেতা মালিক ইশাক এবং তার দু'সন্তানকে গুলি করে হত্যা করেছে।
মি. ইশাকের সমর্থকদের সাথে পুলিশের বন্দুকযুদ্ধের সময় ইশাক ও তার দু সন্তান ছাড়াও ১১ জন জঙ্গি নিহত গুলিতে নিহত হন।
মি. ইশাককে গত সপ্তাহে আটক করা হয়েছিলো।
পাঞ্জাবে একটি গাড়িতে করে তাকে নিয়ে যাওয়ার সময় তার সমর্থকরা গুলি করে তাকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করছিলো।
এসময় মালিক ইশাক, তার দুসন্তান ও আরও ১১ জন জঙ্গি মুজাফফরগড় জেলায় ওই বন্দুকযুদ্ধে নিহত হন।
পাকিস্তানে সাম্প্রতিক বছরগুলোতে শিয়া মুসলিমদের ওপর কয়েকটি বড় ধরনের সহিংস আক্রমণের জন্য লস্কর-ই-জাংভীকে দায়ী করা হয়।
২০১১ সালে দেশটিতে এই সংগঠনটি নিষিদ্ধ করা হয়েছিলো।
পাকিস্তানে শীর্ষ সুন্নি জঙ্গি নেতা নিহত পাকিস্তানের পুলিশ বলছে তারা নিষিদ্ধ ঘোষিত সুন্নি জঙ্গি গ্রুপ লস্কর-ই-জাংভী’র নেতা মালিক ইশাক এবং তার দু'সন্তানকে গুলি করে হত্যা করেছে। মি. ইশাকের সমর্থকদের সাথে পুলিশের বন্দুকযুদ্ধের সময় ইশাক ও তার দু সন্তান ছাড়াও ১১ জন জঙ্গি নিহত গুলিতে নিহত হন। মি. ইশাককে গত সপ্তাহে আটক করা হয়েছিলো। পাঞ্জাবে একটি গাড়িতে করে তাকে নিয়ে যাওয়ার সময় তার সমর্থকরা গুলি করে তাকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করছিলো। এসময় মালিক ইশাক, তার দুসন্তান ও আরও ১১ জন জঙ্গি মুজাফফরগড় জেলায় ওই বন্দুকযুদ্ধে নিহত হন। পাকিস্তানে সাম্প্রতিক বছরগুলোতে শিয়া মুসলিমদের ওপর কয়েকটি বড় ধরনের সহিংস আক্রমণের জন্য লস্কর-ই-জাংভীকে দায়ী করা হয়। ২০১১ সালে দেশটিতে এই সংগঠনটি নিষিদ্ধ করা হয়েছিলো।
Tag: world
No comments: