ইউক্রেনের আরো সেনাদের প্রশিক্ষণ দেবে আমেরিকা
মার্কিন পররাষ্ট্র দফতর বলেছে, ইউক্রেনের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেয়ার কাজ শিগগিরই শুরু করবে আমেরিকার সেনাবাহিনী। ইউক্রেনে অন্যান্য তৎপরতার পাশাপাশি এ প্রশিক্ষণ দেয়া হবে। রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়িত রয়েছে ইউক্রেনের সেনাবাহিনী।
সেনাবাহিনীকে প্রশিক্ষণের এ তৎপরতা ইউক্রেনের পশ্চিম চলবে বলে মার্কিন পররাষ্ট্র দফতরের বিবৃতিতে বলা হয়েছে। এতে আরো বলা হয়েছে, ইউক্রেনের সঙ্গে দীর্ঘ-মেয়াদি প্রতিরক্ষা সহযোগিতার আওতায় এ প্রশিক্ষণ দেয়া হবে। এ ছাড়া ইউক্রেন সরকারের আহ্বানেই এ প্রশিক্ষণ কর্মসূচি নেয়ার কথা বিবৃতিতে উল্লেখ করা হয়।
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র মার্ক টোনার বলেন, বাড়তি এ কর্মসূচির মধ্য দিয়ে ইউক্রেনকে ২০১৪ সাল থেকে ২৪ কোটি ৪০ লাখ ডলারের বেশি নিরাপত্তা সহযোগিতার প্রতিশ্রুতি দেয়া হল।
এরই মধ্যে ইউক্রেনে মোতায়েন হয়েছে মার্কিন বাহিনী। এ বাহিনী দেশটির ন্যাশনাল গার্ডকে প্রশিক্ষণের পাশাপাশি নানামুখী তৎপরতায় জড়িত রয়েছে। অবশ্য নতুন পরিকল্পনা অনুযায়ী ইউক্রেনের নিয়মিত সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে মার্কিন বাহিনী।
গত ১৫ মাস ধরে ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে জড়িত রয়েছে কিয়েভের বাহিনী। এ সংঘর্ষে এ পর্যন্ত সাড়ে ছয় হাজারের বেশি মানুষ মারা গেছে।#২৫ জুলাই (রেডিও তেহরান):
ইউক্রেনের আরো সেনাদের প্রশিক্ষণ দেবে আমেরিকা মার্কিন পররাষ্ট্র দফতর বলেছে, ইউক্রেনের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেয়ার কাজ শিগগিরই শুরু করবে আমেরিকার সেনাবাহিনী। ইউক্রেনে অন্যান্য তৎপরতার পাশাপাশি এ প্রশিক্ষণ দেয়া হবে। রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়িত রয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। সেনাবাহিনীকে প্রশিক্ষণের এ তৎপরতা ইউক্রেনের পশ্চিম চলবে বলে মার্কিন পররাষ্ট্র দফতরের বিবৃতিতে বলা হয়েছে। এতে আরো বলা হয়েছে, ইউক্রেনের সঙ্গে দীর্ঘ-মেয়াদি প্রতিরক্ষা সহযোগিতার আওতায় এ প্রশিক্ষণ দেয়া হবে। এ ছাড়া ইউক্রেন সরকারের আহ্বানেই এ প্রশিক্ষণ কর্মসূচি নেয়ার কথা বিবৃতিতে উল্লেখ করা হয়। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র মার্ক টোনার বলেন, বাড়তি এ কর্মসূচির মধ্য দিয়ে ইউক্রেনকে ২০১৪ সাল থেকে ২৪ কোটি ৪০ লাখ ডলারের বেশি নিরাপত্তা সহযোগিতার প্রতিশ্রুতি দেয়া হল। এরই মধ্যে ইউক্রেনে মোতায়েন হয়েছে মার্কিন বাহিনী। এ বাহিনী দেশটির ন্যাশনাল গার্ডকে প্রশিক্ষণের পাশাপাশি নানামুখী তৎপরতায় জড়িত রয়েছে। অবশ্য নতুন পরিকল্পনা অনুযায়ী ইউক্রেনের নিয়মিত সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে মার্কিন বাহিনী। গত ১৫ মাস ধরে ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে জড়িত রয়েছে কিয়েভের বাহিনী। এ সংঘর্ষে এ পর্যন্ত সাড়ে ছয় হাজারের বেশি মানুষ মারা গেছে।#২৫ জুলাই (রেডিও তেহরান):
Tag: world
No comments: