Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » কেনিয়ায় সোনালি দিনের অপেক্ষা পর্বতসম আশায় বুক বেঁধেছে কেনিয়া। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সফর ঘিরে সোনালি দিনের অপেক্ষায় প্রহর গুনছেন দেশটির অধিবাসীরা। ওবামাকে তারা ‘ঘরের ছেলে’ মনে করেন। ‘আমাদের ছেলে’ কি আমাদের জন্য কিছুই করবে না? ওবামার বাবা কেনিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। আজও বাবা ও দাদার কবর রয়েছে এখানকার কোগেলো গ্রামে। সবার প্রত্যাশা ওবামা জাদুর স্পর্শে বদলে যাবে তাদের জীবন। এদের অনেকেই ধারণা রাখেন না, একজন মার্কিন প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরের জনগণের জন্য কতটুকু কী করার সামর্থ্য রাখেন। কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা জনগণের আশায় আরও বাতাস দিয়েছেন। আশ্বস্ত করেছেন, ওবামা এলে একটি চুক্তি করবেন, যাতে দেশের অর্থনীতি বদলে যায়। ওবামার সফর ঘিরে নতুন রূপে সেজেছে রাজধানী নাইরোবি। শেষ মুহূর্তে সরকারের সড়ক মেরামত প্রকল্পে কাজ করছিলেন সাম্মি কোইকো (২৭)। তিনি বলেন, ‘আমরা নিশ্চিত ওবামা আমাদের নতুন নতুন বুদ্ধি শিখিয়ে দেবেন, যাতে আমরা আমাদের দেশের পরিবর্তন করতে পারি।’ সফরে ওবামা কেনিয়াত্তাসহ কয়েকজন সরকারি কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন। বিশ্ব উদ্যোক্তা সম্মেলনে ভাষণ দেবেন। কাসারানি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে যোগ দেবেন তরুণ-নারী-প্রতিবন্ধী উদ্যোক্তা প্রতিনিধিসহ পাঁচ হাজার আমন্ত্রিত অতিথি। রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন। বাবার জন্মভূমি কেনিয়ায় ওবামার এ সফরকে যুগান্তকারী ঘটনা হিসেবে দেখা হচ্ছে। ওবামাই প্রথম মার্কিন প্রেসিডেন্ট, যিনি ক্ষমতাসীন থাকা অবস্থায় ইথিওপিয়া ও এইউর সদর দফতর পরিদর্শন করবেন। তিনিই প্রথম মার্কিন প্রেসিডেন্ট, যিনি ওই অঞ্চলের নিরাপত্তার ওপর জোর দিচ্ছেন। আফ্রিকার বাণিজ্য, গণতন্ত্র, দারিদ্র্য ও মানবাধিকার নিয়েও তিনি ভাষণ দেবেন বলে আশা করা যাচ্ছে। ওবামার সফর উপলক্ষে কেনিয়ার রাজধানী নাইরোবির অনেক এলাকায় চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিমান চলাচলও সীমিত করা হয়েছে। নাইরোবিতে কমপক্ষে ১০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। -





কেনিয়ায় সোনালি দিনের অপেক্ষা


পর্বতসম আশায় বুক বেঁধেছে কেনিয়া। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সফর ঘিরে সোনালি দিনের অপেক্ষায় প্রহর গুনছেন দেশটির অধিবাসীরা। ওবামাকে তারা ‘ঘরের ছেলে’ মনে করেন। ‘আমাদের ছেলে’ কি আমাদের জন্য কিছুই করবে না? ওবামার বাবা কেনিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। আজও বাবা ও দাদার কবর রয়েছে এখানকার কোগেলো গ্রামে। সবার প্রত্যাশা ওবামা জাদুর স্পর্শে বদলে যাবে তাদের জীবন। এদের অনেকেই ধারণা রাখেন না, একজন মার্কিন প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরের জনগণের জন্য কতটুকু কী করার সামর্থ্য রাখেন। কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা জনগণের আশায় আরও বাতাস দিয়েছেন। আশ্বস্ত করেছেন, ওবামা এলে একটি চুক্তি করবেন, যাতে দেশের অর্থনীতি বদলে যায়। ওবামার সফর ঘিরে নতুন রূপে সেজেছে রাজধানী নাইরোবি। শেষ মুহূর্তে সরকারের সড়ক মেরামত প্রকল্পে কাজ করছিলেন সাম্মি কোইকো (২৭)। তিনি বলেন, ‘আমরা নিশ্চিত ওবামা আমাদের নতুন নতুন বুদ্ধি শিখিয়ে দেবেন, যাতে আমরা আমাদের দেশের পরিবর্তন করতে পারি।’ সফরে ওবামা কেনিয়াত্তাসহ কয়েকজন সরকারি কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন। বিশ্ব উদ্যোক্তা সম্মেলনে ভাষণ দেবেন। কাসারানি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে যোগ দেবেন তরুণ-নারী-প্রতিবন্ধী উদ্যোক্তা প্রতিনিধিসহ পাঁচ হাজার আমন্ত্রিত অতিথি। রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন। বাবার জন্মভূমি কেনিয়ায় ওবামার এ সফরকে যুগান্তকারী ঘটনা হিসেবে দেখা হচ্ছে। ওবামাই প্রথম মার্কিন প্রেসিডেন্ট, যিনি ক্ষমতাসীন থাকা অবস্থায় ইথিওপিয়া ও এইউর সদর দফতর পরিদর্শন করবেন। তিনিই প্রথম মার্কিন প্রেসিডেন্ট, যিনি ওই অঞ্চলের নিরাপত্তার ওপর জোর দিচ্ছেন। আফ্রিকার বাণিজ্য, গণতন্ত্র, দারিদ্র্য ও মানবাধিকার নিয়েও তিনি ভাষণ দেবেন বলে আশা করা যাচ্ছে।
ওবামার সফর উপলক্ষে কেনিয়ার রাজধানী নাইরোবির অনেক এলাকায় চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিমান চলাচলও সীমিত করা হয়েছে। নাইরোবিতে কমপক্ষে ১০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।
-






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply