Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » আইএসআইএল বিরোধী কুর্দিদের ওপর তুর্কি হামলা কৌশলগত ভুল: কমান্ডার মেজর জেনারেল ফিরুজাবাদি : উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল-এর বিরুদ্ধে লড়াইরত কুর্দি যোদ্ধাদের ওপর তুরস্ক যে হামলা চালাচ্ছে তার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ। মেজর জেনারেল ফিরুজাবাদি বলেছেন, কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে হামলা চালিয়েছে কৌশলগত ভুল করছে তুরস্ক। তিনি আজ আঙ্কারাকে সতর্ক করে দিয়ে বলেছেন, আইএসআইএল বিরোধী কুর্দি যোদ্ধাদের ওপর হামলার ফলে তাকফিরি জঙ্গিরা তুরস্কের আরো বেশি কাছে চলে যাওয়ার সুযোগ পাবে। জেনারেল ফিরুজাবাদি বলেন, তুরস্কের এখনো বোঝা উচিত আইএসআইএল সন্ত্রাসী গোষ্ঠী দেশটির জন্য কতটা বিপদজনক হতে পারে। সেইসঙ্গে ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকাসহ যেসব দেশ এ তাকফিরি গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে তাদের ব্যাপারেও তুরস্ককে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি অধ্যুষিত চারটি গ্রামে তুরস্ক কামানের গোলা নিক্ষেপ করেছে বলে খবর প্রকাশিত হওয়ার পর ইরানের সেনাপ্রধান এ বক্তব্য দিলেন। ওই হামলায় কুর্দি পিপলস প্রোটেকশন ইউনিটের চার যোদ্ধা আহত হন। তুরস্ক আইএসআইএলের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক হলেও সম্প্রতি তুরস্কের অভ্যন্তরে এক আত্মঘাতী হামলা চালিয়ে কয়েক ডজন মানুষকে হত্যা করেছে এ জঙ্গি গোষ্ঠী। ওই হামলার পর এ সন্ত্রাসী গোষ্ঠীর ব্যাপারে দৃশ্যত আঙ্কারার টনক নড়েছে এবং দেশটি আইএসআইএলের বিরুদ্ধে বিমান হামলা শুরু করেছে। কিন্তু এ হামলা করতে গিয়ে একইসঙ্গে কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধেও হামলা যে হিতে বিপরীত হতে পারে সে ব্যাপারেই সতর্ক করে দিলেন ইরানি জেনারেল।# ৩০ জুলাই ( রেডিও তেহরান)





আইএসআইএল বিরোধী কুর্দিদের ওপর তুর্কি হামলা কৌশলগত ভুল: কমান্ডার
মেজর জেনারেল ফিরুজাবাদি

: উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল-এর বিরুদ্ধে লড়াইরত কুর্দি যোদ্ধাদের ওপর তুরস্ক যে হামলা চালাচ্ছে তার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ। মেজর জেনারেল ফিরুজাবাদি বলেছেন, কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে হামলা চালিয়েছে কৌশলগত ভুল করছে তুরস্ক।



তিনি আজ আঙ্কারাকে সতর্ক করে দিয়ে বলেছেন, আইএসআইএল বিরোধী কুর্দি যোদ্ধাদের ওপর হামলার ফলে তাকফিরি জঙ্গিরা তুরস্কের আরো বেশি কাছে চলে যাওয়ার সুযোগ পাবে। জেনারেল ফিরুজাবাদি বলেন, তুরস্কের এখনো বোঝা উচিত আইএসআইএল সন্ত্রাসী গোষ্ঠী দেশটির জন্য কতটা বিপদজনক হতে পারে। সেইসঙ্গে ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকাসহ যেসব দেশ এ তাকফিরি গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে তাদের ব্যাপারেও তুরস্ককে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।



সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি অধ্যুষিত চারটি গ্রামে তুরস্ক কামানের গোলা নিক্ষেপ করেছে বলে খবর প্রকাশিত হওয়ার পর ইরানের সেনাপ্রধান এ বক্তব্য দিলেন। ওই হামলায় কুর্দি পিপলস প্রোটেকশন ইউনিটের চার যোদ্ধা আহত হন।



তুরস্ক আইএসআইএলের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক হলেও সম্প্রতি তুরস্কের অভ্যন্তরে এক আত্মঘাতী হামলা চালিয়ে কয়েক ডজন মানুষকে হত্যা করেছে এ জঙ্গি গোষ্ঠী। ওই হামলার পর এ সন্ত্রাসী গোষ্ঠীর ব্যাপারে দৃশ্যত আঙ্কারার টনক নড়েছে এবং দেশটি আইএসআইএলের বিরুদ্ধে বিমান হামলা শুরু করেছে। কিন্তু এ হামলা করতে গিয়ে একইসঙ্গে কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধেও হামলা যে হিতে বিপরীত হতে পারে সে ব্যাপারেই সতর্ক করে দিলেন ইরানি জেনারেল।#
৩০ জুলাই ( রেডিও তেহরান)






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply