Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » মেহেরপুরের গাংনীতে গাংনী থানা ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযানে রেজিষ্টেশন বিহীন অন্তত শতাধিক মটরসাইকেল আটক করেছে। বুধবার দিনভর গাংনী বাজার,পূর্ব ও পশ্চিম মালসাদহ এলাকায় অভিযান চালায় পুলিশ। গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, রেজিষ্টেশন বিহীন মটরসাইকেল আটকের জন্য ইতো পূর্বে উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে রেজিষ্টেশন বিহীন মটরসাইকেল আটক করা হচ্ছে। কয়েকজন মটরসাইকেল মালিক অভিযোগ করে বলেছেন,নানা জটিলতায় তারা রেজিষ্টেশন করতে পারেনী এজন্য পুলিশ তাদের মটরসাইকেল আটক করছে। অথচ নছিমন, করিমন,আলমসাধু, ইজিবাইক সহ অবৈধ যানবহন অবাধে চলাচল করলেও ধরাছোয়ার বাইরে থাকছে তারা। এদিকে জনগনের মটরসাইকেলের রেজিষ্টেশন না থাকায় তাদের গাড়ী গুলো আটক করা হলেও অভিযানে নেতৃত্ব দেয়া ট্রাফিক পুলিশের গাড়ির কোন রেজিষ্টেশন নেই এ নিয়ে তিব্রক্ষোভ জানিয়েছেন ভুক্তভুগিরা। অপরদিকে গাংনী বাজারে মটরসাইকেল আটকের সময় এএসআই আনিসের বিরুদ্ধে মটরসাইকেলের চাবি কেড়ে নেয়া ও অসাধ আচরনের অভিযোগ করেন কয়েকজন মটরসাইকেল মালিক।




মেহেরপুরের গাংনীতে গাংনী থানা ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযানে রেজিষ্টেশন বিহীন অন্তত শতাধিক মটরসাইকেল আটক করেছে। বুধবার দিনভর গাংনী বাজার,পূর্ব ও পশ্চিম মালসাদহ এলাকায় অভিযান চালায় পুলিশ। গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, রেজিষ্টেশন বিহীন মটরসাইকেল আটকের জন্য ইতো পূর্বে উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে রেজিষ্টেশন বিহীন মটরসাইকেল আটক করা হচ্ছে। কয়েকজন মটরসাইকেল মালিক অভিযোগ করে বলেছেন,নানা জটিলতায় তারা রেজিষ্টেশন করতে পারেনী এজন্য পুলিশ তাদের মটরসাইকেল আটক করছে। অথচ নছিমন, করিমন,আলমসাধু, ইজিবাইক সহ অবৈধ যানবহন অবাধে চলাচল করলেও ধরাছোয়ার বাইরে থাকছে তারা। এদিকে জনগনের মটরসাইকেলের রেজিষ্টেশন না থাকায় তাদের গাড়ী গুলো আটক করা হলেও অভিযানে নেতৃত্ব দেয়া ট্রাফিক পুলিশের গাড়ির কোন রেজিষ্টেশন নেই এ নিয়ে তিব্রক্ষোভ জানিয়েছেন ভুক্তভুগিরা। অপরদিকে গাংনী বাজারে মটরসাইকেল আটকের সময় এএসআই আনিসের বিরুদ্ধে মটরসাইকেলের চাবি কেড়ে নেয়া ও অসাধ আচরনের অভিযোগ করেন কয়েকজন মটরসাইকেল মালিক।</p>






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply