Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » টেস্টেও মুস্তাফিজ–ঝড় ২৪৮ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা, মোস্তাফিজ ৪ ও জুবায়েরের ৩ উইকেট শিকার টেস্টেও মুস্তাফিজ–ঝড় । ছবি: শামসুল হক।ক্রিকেটের বড় ফরম্যাট টেস্টে পরীক্ষিত ছিলেন না মুস্তাফিজুর রহমান। অনেকেই বলছিলেন, বোলার সংকটের দোহাই দিয়ে এই তরুণ বোলিং প্রতিভাকে একটু আগেভাগেই টেস্টের কঠিন মঞ্চে অভিষিক্ত করা হল কিনা! সব জল্পনা-কল্পনার অবসান ঘটাতে খুব বেশি সময় নিলেন না সাতক্ষীরার এই অনন্য বোলিং প্রতিভা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে সাক্ষী বানিয়ে দক্ষিণ আফ্রিকার ওপর দিয়ে বইয়ে দিলেন ঝড়। চা-বিরতির পর নিজের এক ওভারে তিন প্রোটিয়া ব্যাটসম্যানকে সাজঘরে ফেরত পাঠিয়ে আবারও চেনালেন নিজেকে। হাশিম আমলা, জেপি ডুমিনি আর কুইন্টন ডি কক তাঁর শিকার। হাশিম আমলাকে (১৩) উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচে পরিণত করেন তিনি। জেপি ডুমিনি হন এলবি। এক বল বিরতি দিয়ে কুইন্টন ডি ককের স্টাম্প উড়িয়ে দিয়ে প্রোটিয়াদের পুরোপুরি ব্যাকফুটে ঠেলে দেন তিনি। ১৬৫ রানে ৩ উইকেট হারিয়ে চা-বিরতিতে যাওয়া দক্ষিণ আফ্রিকা পরিণত হয় ১৭৩ /৬-এ। ছয় উইকেট হারিয়ে দিশেহারা দক্ষিণ আফ্রিকাকে আলো দেখাচ্ছিলেন ভারনন ফিল্যান্ডার ও তেম্বা বাভুমা। এই দুজন ৩৭ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন জুবায়ের হোসেনের বলে। জুবায়েরের একটি ক্ল্যাসিক লেগ ব্রেকে ফিল্যান্ডার স্লিপে ক্যাচ দেন সাকিবের হাতে। বাভুমা অবশ্য এখনো চিন্তার কারণ হয়ে ব্যাট করছেন ৪২ রানে। এই প্রতিবেদন লেখার সময় দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৭ উইকেটে ২২৭ রান। এর আগে টস জিতে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার শুরুটা ছিল বেশ ভালোই। উদ্বোধনী জুটিতে ৫৮ রান আসার পর বাংলাদেশের পক্ষে প্রথম আঘাত হানেন মাহমুদউল্লাহ। তাঁর বলে উইকেটের পেছনে স্টিয়ান ফন জিলের ক্যাচ ধরেন লিটন দাস। দ্বিতীয় উইকেট জুটিতে ৭৮ রান তুলে ডিন এলগার আর ফ্যাফ ডু প্লেসি আবারও চোখ রাঙাচ্ছিলেন বাংলাদেশকে। এই জুটি ইঙ্গিত দিচ্ছিল দক্ষিণ আফ্রিকার সংগ্রহকে স্ফীত করে তোলার। খুব দ্রুতলয়ে না হলেও ধীর-স্থির ব্যাটিংয়ে অভীষ্ট লক্ষ্যের দিকেই এগোচ্ছিলেন এই দুই ব্যাটসম্যান, কিন্তু তাইজুল ইসলাম আর সাকিব আল হাসানের জোড়া আঘাত এ যাত্রায় স্বস্তি দিয়েছে বাংলাদেশকে। ১৩৬ রানে দ্বিতীয় উইকেট হারানো দক্ষিণ আফ্রিকার তৃতীয় উইকেট নেই ওই ১৩৬-এই। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩ উইকেটে ১৩৯। তাইজুলের বলে প্রথমে ফেরেন এলগার। অফ স্টাম্পের বাইরের বলটি কাট করতে গিয়ে তিনি ক্যাচ দেন উইকেটের পেছনে। দ্বিতীয় প্রচেষ্টায় লিটনের ক্যাচটি কিন্তু হয়েছে দুর্দান্তই। তাইজুলের পরের ওভারের প্রথম বলেই আবার আঘাত হানেন সাকিব। টেস্টে নিজের ১৪৭ তম উইকেটটি তিনি তুলে নেন ডু প্লেসিকে এলবি’র ফাঁদে ফেলে। এলগার ফিরেছেন ৪৭ রান করে। ১১১ বলের এই ইনিংসে চারের মার মাত্র তিনটি। ডু প্লেসি ১২২ বল খেলে, পাঁচটি চার মেরে করেন ৪৮।




 প্রোটিয়াদের মিডলওর্ডার উড়িয়ে দিলেন মোস্তাফিজ

টেস্টে ডেবু হওয়া ম্যাচে দক্ষিণ আফ্রিকার মিডলওর্ডার গুড়িয়ে দিলেন মোস্তাফিজ। এক ওভারেই নিলেন তিন উইকেট। নিজের ১৪তম ওভারে এসে পর পর দুই বলে হাশিম আমলা ও জেপি ডুমিনিকে সাজঘরে ফেরালেন তিনি। মাঝখানে এক বল বিরতি দিয়ে চতুর্থ বলে আবারও আঘাত হানলেন বাংলাদেশের এই উদিয়মান পেসার। জেপি ডুমিনির পর শূন্য রানে ফেরালেন ডি কুককেও। আর আমলাকে ফেরালেন ব্যক্তিগত ১৩ রানে। ওয়ানডের পর টেস্টেও আশা জাগিয়েও হ্যাটট্রিকের দেখা পেলে না এই তরুণ তুর্কি।
টেস্টের প্রথম দিনের তৃতীয় সেশনের শুরুতে প্রোটিয়াদের মিডলওর্ডার গুড়িয়ে দিয়ে প্রথম দিনটি বাংলাদেশের করে দিলেন ডেবু মোস্তাফিজ।

মোস্তাফিজের পর ৭১তম ওভারে দিনের প্রথম সাফল্য পেলেন লেগ স্পিনার জোবায়ের লিখন। ভারনুন পিলান্ডারকে ব্যক্তিগত ২৪ রানে উইকেটের পেছনে স্লিপে সাকিবের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান। তখন দক্ষিণ আফ্রিকার রান ৭ উইকেট হারিয়ে ২০৮। ব্যাট করছেন টেমবার ভাবুমা ও সিমন হারমার।

এর আগে দ্বিতীয় সেশনে ৪৭ ও ৪৮তম ওভারে দ্রুত দুই উইকেট হারায় প্রোটিয়ারা। ৪৬.৫ ওভারে তাইজুলের বলে পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন এলগার (৪৭)। পরের ওভারে সাকিবের প্রথম বলে লেগবিফোর হয়ে ক্রিজ ছাড়েন ডুপ্লেসিস (৪৮)। অর্ধশতক থেকে মাত্র তিন ও দুই রান বাকি থাকতে দুই সেট ব্যাটসম্যানকে বিদায় করে খেলায় নিজেদের আধিপত্য ফিরিয়ে আনে টাইগাররা।
টস জিতে প্রথম সেশনে ২৮ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করেছিল সফরকারীরা।
মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক হাসিম আমলা। দলের হয়ে ওপেন করতে মাঠে নামেন এলগার এবং ভন জিল। তাদের জুটিতে আসে ৫৮ রান। এরপরই দক্ষিণ আফ্রিকার ব্যাটিং শিবিরে বাংলাদেশের হয়ে প্রথম আঘাত হানেন মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যক্তিগত ৩৪ রান করে রিয়াদের বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ভন জিল।

সফরে বাংলাদেশের কাছে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে দক্ষিণ আফ্রিকা পরাজিত হলেও টোয়েন্টি২০ ম্যাচে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল তারা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply