Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » গোয়ার সৈকতে কুমির নিয়ে চক্রান্তের অভিযোগ ভারতের গোয়ায় জনপ্রিয় একটি সমুদ্র সৈকতে কুমির ঘুরে বেড়ানোর এক ছবি নিয়ে দেশজুড়ে যে তোলপাড় চলছে, তার পেছনে চক্রান্তের অভিযোগ তুলেছেন রাজ্যের পর্যটন ব্যবসায়ীরা। গোয়ার সবচেয়ে বড় এবং পুরনো পর্যটন সমিতি টিটিএজির প্রেসিডেন্ট ফ্রান্সিসকো ব্রাগানজা সোমবার এক বিবৃতিতে বলেছেন, তাদের রাজ্য থেকে পর্যটক ভাগিয়ে নিতে পরিকল্পিতভাবে কুমিরের এই ছবি নিয়ে বাড়াবাড়ি চলছে। কারা গোয়ার পর্যটক ভাগিয়ে নিতে চাইছে, সে ব্যাপারে অবশ্য মুখ খোলেননি মি ব্রাগানজা। এই বিতর্কের সূচনা গত সপ্তাহে যখন নীলেশ বাগকার নামে এক ব্যক্তি প্রাত:ভ্রমণের সময় সাগর সৈকতে একটি কুমির ঘুরে বেড়াতে দেখেন। মোবাইল ফোনে ছবি তুলে, তার ফেসবুক পাতায় পোস্ট করার পর তা নিয়ে হৈচৈ পড়ে যায়। গোয়ার রাজধানী পানজি থেকে ৩০ কিমি দূরে মরজিন নামে এই বীচটি বিদেশী পর্যটকদের কাছে, বিশেষ করে রুশ পর্যটকদের কাছে, অত্যন্ত জনপ্রিয়। গোয়ার সাগর সৈকতে কুমির দেখার ঘটনা আগে কথনও শোনা যায়নি। তবে রাজ্য বনবিভাগ পরীক্ষা নিরীক্ষার পর ১৬ই জুলাই নিশ্চিত করে মরজিন বীচে সেদিন সত্যিই কুমির ছিল। বনবিভাগ ধারণা করছে কাছাকাছি কোনও নদী থেকে হয়তো জলাভূমির কুমিরটি সমুদ্র সৈকতে চলে এসেছিলো। কিন্তু গোয়ার পর্যটন ব্যবসায়ীরা বলছেন, গোয়ার সমুদ্র সৈকতের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ করতে কুমির নিয়ে ইচ্ছাকৃত-ভাবে বাড়াবাড়ি করা হচ্ছে।




গোয়ার সৈকতে কুমির নিয়ে চক্রান্তের অভিযোগ
 

ভারতের গোয়ায় জনপ্রিয় একটি সমুদ্র সৈকতে কুমির ঘুরে বেড়ানোর এক ছবি নিয়ে দেশজুড়ে যে তোলপাড় চলছে, তার পেছনে চক্রান্তের অভিযোগ তুলেছেন রাজ্যের পর্যটন ব্যবসায়ীরা।

গোয়ার সবচেয়ে বড় এবং পুরনো পর্যটন সমিতি টিটিএজির প্রেসিডেন্ট ফ্রান্সিসকো ব্রাগানজা সোমবার এক বিবৃতিতে বলেছেন, তাদের রাজ্য থেকে পর্যটক ভাগিয়ে নিতে পরিকল্পিতভাবে কুমিরের এই ছবি নিয়ে বাড়াবাড়ি চলছে।

কারা গোয়ার পর্যটক ভাগিয়ে নিতে চাইছে, সে ব্যাপারে অবশ্য মুখ খোলেননি মি ব্রাগানজা।

এই বিতর্কের সূচনা গত সপ্তাহে যখন নীলেশ বাগকার নামে এক ব্যক্তি প্রাত:ভ্রমণের সময় সাগর সৈকতে একটি কুমির ঘুরে বেড়াতে দেখেন।

মোবাইল ফোনে ছবি তুলে, তার ফেসবুক পাতায় পোস্ট করার পর তা নিয়ে হৈচৈ পড়ে যায়।

গোয়ার রাজধানী পানজি থেকে ৩০ কিমি দূরে মরজিন নামে এই বীচটি বিদেশী পর্যটকদের কাছে, বিশেষ করে রুশ পর্যটকদের কাছে, অত্যন্ত জনপ্রিয়।

গোয়ার সাগর সৈকতে কুমির দেখার ঘটনা আগে কথনও শোনা যায়নি।

তবে রাজ্য বনবিভাগ পরীক্ষা নিরীক্ষার পর ১৬ই জুলাই নিশ্চিত করে মরজিন বীচে সেদিন সত্যিই কুমির ছিল।

বনবিভাগ ধারণা করছে কাছাকাছি কোনও নদী থেকে হয়তো জলাভূমির কুমিরটি সমুদ্র সৈকতে চলে এসেছিলো।

কিন্তু গোয়ার পর্যটন ব্যবসায়ীরা বলছেন, গোয়ার সমুদ্র সৈকতের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ করতে কুমির নিয়ে ইচ্ছাকৃত-ভাবে বাড়াবাড়ি করা হচ্ছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply