দুই ব্যাটসম্যানকে দ্রুত বিদায় করল তাইজুল-সাকিব
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ১৩৬ রানে ৩ উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় সেশনে ৪৭ ও ৪৮তম ওভারে দ্রুত দুই উইকেট হারায় প্রোটিয়ারা। ৪৬.৫ ওভারে তাইজুলের বলে পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন এলগার (৪৭)। পরের ওভারে সাকিবের প্রথম বলে লেগবিফোর হয়ে ক্রিজ ছাড়েন ডুপ্লেসিস (৪৮)। অর্ধশতক থেকে মাত্র তিন ও দুই রান বাকি থাকতে দুই সেট ব্যাটসম্যানকে বিদায় করে খেলায় নিজেদের আধিপত্য ফিরিয়ে আনে টাইগাররা।
এর আগে প্রথম সেশনে ২৮ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করে সফরকারীরা।
মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক হাসিম আমলা। দলের হয়ে ওপেন করতে মাঠে নামেন এলগার এবং ভন জিল। তাদের জুটিতে আসে ৫৮ রান। এরপরই দক্ষিণ আফ্রিকার ব্যাটিং শিবিরে বাংলাদেশের হয়ে প্রথম আঘাত হানেন মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যক্তিগত ৩৪ রান করে রিয়াদের বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ভন জিল।
৫২ ওভারে ১৪৭ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ব্যাট করছেন হাশিম আমলা ও টেমবার ভাবুমা।
সফরে বাংলাদেশের কাছে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে দক্ষিণ আফ্রিকা পরাজিত হলেও টোয়েন্টি২০ ম্যাচে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল তারা।
-
No comments: