Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » যত্রতত্র মূত্রত্যাগ রোধে অভিনব উদ্যোগ আপনি যদি কখনো সানফ্রান্সিসকোতে রাস্তার ধারের কোন দেয়ালে মূত্রত্যাগ করার চেষ্টা করেন, সেই মূত্র দেয়াল থেকে আপনার দিকেই ছিটকে আসবে। সানফ্রান্সিসকো নগর কর্তৃপক্ষ পরীক্ষামূলকভাবে এই মূত্র-প্রতিরোধী রঙের প্রলেপ লাগাচ্ছে রাস্তার ধারের দেয়ালগুলোতে, যেখানে পথচারীরা বেগ সামলাতে না পেরে নিজেদের হালকা করার চেষ্টা করেন। কেউ যখন এরকম কোন দেয়ালে মূত্রত্যাগ করার চেষ্টা করবেন, সেই মূত্র তার গায়েই ছিটকে আসবে। জার্মানির হামবুর্গে এই রঙ নিয়ে এরকম একটি পরীক্ষা সফল হওয়ার পর সানফ্রান্সিসকো এই উদ্যোগ নিয়েছে। হামবুর্গ শহরের যে এলাকায় প্রচুর নাইট ক্লাব, সেখানে একই ধরনের সমস্যা সমাধানে দেয়ালে এই রঙ লাগানো হয়। এই রঙের নাম ‘আলট্রা এভার ড্রাই’। এটি সামনের বাতাসে এমন একটি প্রতিবন্ধকতা তৈরি করে কোন তরলের সংস্পর্শে এলেই সেটি উল্টো দিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সানফ্রান্সিসকোর নয়টি দেয়ালে এই রঙ লাগানো হয়েছে, যেখানে এই যত্রতত্র মূত্রত্যাগের সমস্যা সবচেয়ে বেশি। বিবিসি বাংলা। -




  যত্রতত্র মূত্রত্যাগ রোধে অভিনব উদ্যোগ


আপনি যদি কখনো সানফ্রান্সিসকোতে রাস্তার ধারের কোন দেয়ালে মূত্রত্যাগ করার চেষ্টা করেন, সেই মূত্র দেয়াল থেকে আপনার দিকেই ছিটকে আসবে।
সানফ্রান্সিসকো নগর কর্তৃপক্ষ পরীক্ষামূলকভাবে এই মূত্র-প্রতিরোধী রঙের প্রলেপ লাগাচ্ছে রাস্তার ধারের দেয়ালগুলোতে, যেখানে পথচারীরা বেগ সামলাতে না পেরে নিজেদের হালকা করার চেষ্টা করেন।
কেউ যখন এরকম কোন দেয়ালে মূত্রত্যাগ করার চেষ্টা করবেন, সেই মূত্র তার গায়েই ছিটকে আসবে।
জার্মানির হামবুর্গে এই রঙ নিয়ে এরকম একটি পরীক্ষা সফল হওয়ার পর সানফ্রান্সিসকো এই উদ্যোগ নিয়েছে। হামবুর্গ শহরের যে এলাকায় প্রচুর নাইট ক্লাব, সেখানে একই ধরনের সমস্যা সমাধানে দেয়ালে এই রঙ লাগানো হয়।
এই রঙের নাম ‘আলট্রা এভার ড্রাই’। এটি সামনের বাতাসে এমন একটি প্রতিবন্ধকতা তৈরি করে কোন তরলের সংস্পর্শে এলেই সেটি উল্টো দিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়।
সানফ্রান্সিসকোর নয়টি দেয়ালে এই রঙ লাগানো হয়েছে, যেখানে এই যত্রতত্র মূত্রত্যাগের সমস্যা সবচেয়ে বেশি। বিবিসি বাংলা।
-






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply