Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মহেশখালী দ্বীপ পানির নিচে, শিশুসহ নিহত চার গভীর নিন্মচাপের প্রভাবে কক্সবাজারের উপকূলীয় মহেশখালী দ্বীপ পানিতে তলিয়ে গেছে। প্রবল বর্ষণ আর জোয়ারের পানিতে শিশুসহ অন্তত ৪ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে। বন্যায় তলিয়ে গেছে অসংখ্য কাঁচা বাড়ি। গোটা উপজেলা বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন। আবহাওয়া অফিস জানিয়েছে, 'কোমেন' আঘাত হানার পর কক্সবাজার, টেকনাফসহ উপকূলীয় এলাকা ৫ফুট উচ্চতায় জলোচ্ছাসের আশংকা রয়েছে। গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও অদূরবর্তী দ্বীপ ও চরের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪-৫ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। জেলা আবহাওয়া অফিস, জানায়, মৌসুমি বায়ুর প্রভাবে সাগরে সৃষ্ট নিন্মচাপের ফলে সকাল থেকে মহেশখালীতে ধারাবাহিক ভাবে বৃষ্টি ও ঝড়ো বৃষ্টি হয়। সাগরে সৃষ্ট লঘুচাপটি ক্রমশ ঘনিভূত হয়ে গভীর নিন্ম চাপে পরিণত হয়। ফলে ঘুর্ণিঝড় কেন্দ্রের আশপাশে মহেশখালী উপকূলের কাছাকাছি উত্তর বঙ্গোপসাগরে সাগর উত্তাল রয়েছে। বৃষ্টির সাথে মহেশখালীতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইছে। এদিকে সমুদ্র এমন উত্তল থাকায় সোনাদিয়া থেকে কাঁকড়া আহরণ করে ফেরার পথে ট্রলার ডুবির ঘটনায় ২ জেলে নিহত হয়েছে। এসময় পানিতে ডুবে আহত হয়েছে আরো ৭ জন। ব্যপক বৃষ্টির কারণে বড় মহেশখালীর পাহাড়তলী এলাকায় জনৈক দিনমজুর সৈয়দ নুরের কাঁচাবাড়ি ধ্বসে পড়েছে। এসময় দেয়াল ছাপা পড়ে ৫ বছরের এক শিশুকণ্যা নিহত হয়। নিহত শিশুর নাম হুমায়রা বেগম। মহেশখালী দ্বীপের নিন্মাঞ্চল প্রায় ৪ থেকে ৫ফুট পানির নিচে তলিয়ে গেছে। পাহাড়ে ঢল ও ধ্বসের কারণে অসংখ্য পানের বরজ ক্ষতিগ্রস্থ হয়েছে। পানিতে একাকার হয়ে পড়েছে বহু চিংড়ি প্রজেক্ট।




 মহেশখালী দ্বীপ পানির নিচে, শিশুসহ নিহত চার


গভীর নিন্মচাপের প্রভাবে কক্সবাজারের উপকূলীয় মহেশখালী দ্বীপ পানিতে তলিয়ে গেছে। প্রবল বর্ষণ আর জোয়ারের পানিতে  শিশুসহ অন্তত ৪ জন নিহত এবং  শতাধিক মানুষ আহত হয়েছে। বন্যায় তলিয়ে গেছে অসংখ্য কাঁচা বাড়ি। গোটা উপজেলা বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন।

আবহাওয়া অফিস জানিয়েছে, 'কোমেন' আঘাত হানার পর কক্সবাজার, টেকনাফসহ উপকূলীয় এলাকা ৫ফুট উচ্চতায় জলোচ্ছাসের আশংকা রয়েছে। গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও অদূরবর্তী দ্বীপ ও চরের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪-৫ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

জেলা আবহাওয়া অফিস, জানায়, মৌসুমি বায়ুর প্রভাবে সাগরে সৃষ্ট নিন্মচাপের ফলে সকাল থেকে মহেশখালীতে ধারাবাহিক ভাবে বৃষ্টি ও ঝড়ো বৃষ্টি হয়। সাগরে সৃষ্ট লঘুচাপটি ক্রমশ ঘনিভূত হয়ে গভীর নিন্ম চাপে পরিণত হয়। ফলে ঘুর্ণিঝড় কেন্দ্রের আশপাশে মহেশখালী উপকূলের কাছাকাছি উত্তর বঙ্গোপসাগরে সাগর উত্তাল রয়েছে। বৃষ্টির সাথে মহেশখালীতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইছে।
এদিকে সমুদ্র এমন উত্তল থাকায় সোনাদিয়া থেকে কাঁকড়া আহরণ করে ফেরার পথে ট্রলার ডুবির ঘটনায় ২ জেলে নিহত হয়েছে। এসময় পানিতে ডুবে আহত হয়েছে আরো ৭ জন।  ব্যপক বৃষ্টির কারণে বড় মহেশখালীর পাহাড়তলী এলাকায় জনৈক দিনমজুর সৈয়দ নুরের কাঁচাবাড়ি ধ্বসে পড়েছে। এসময় দেয়াল ছাপা পড়ে ৫ বছরের এক শিশুকণ্যা নিহত হয়। নিহত শিশুর নাম হুমায়রা বেগম। মহেশখালী দ্বীপের নিন্মাঞ্চল প্রায় ৪ থেকে ৫ফুট পানির নিচে তলিয়ে গেছে। পাহাড়ে ঢল ও ধ্বসের কারণে অসংখ্য পানের বরজ ক্ষতিগ্রস্থ হয়েছে। পানিতে একাকার হয়ে পড়েছে বহু চিংড়ি প্রজেক্ট।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply