রিপন/খোকন।। মেহেরপুরের গাংনী উপজেলার করমদী গ্রামে বাল্য বিয়ে দেওয়ার চেষ্টার পিতার ১৫ দিনের কারাদণ্ড
।মেহেরপুরের গাংনী উপজেলার করমদী গ্রামে বাল্য বিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে মজিবার রাহমান নামের এক পিতার ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুল আমিন এ কারাদণ্ডাদেশ প্রদান করেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুল আমিন জানান,করমদী মাঠ পাড়া এলাকার ডাঃ ইকাব আলী ছেলে মজিবার রহমান তার নাবালিকা মেয়ে চায়না খাতুনের বিয়ের আয়োজন চলছিল। এমন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়। এসময় বন্ধ করে দেয়া হয় বাল্য বিবাহ। ভ্র্যাম্যমান আদালতের খবর পেয়ে বর তেরাইল গ্রামের জনৈক্য মমিন তার লোকজন নিয়ে মেয়ের বাড়ি আসার পথে ফেরত যায়। গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান,কারাদণ্ড প্রাপ্ত মজিবার রহমান কে মেহেরপুর জেলা কারাগারে প্রেরনের প্রস্তুুতি চলছে।
রিপন/খোকন।। মেহেরপুরের গাংনী উপজেলার করমদী গ্রামে বাল্য বিয়ে দেওয়ার চেষ্টার পিতার ১৫ দিনের কারাদণ্ড ।মেহেরপুরের গাংনী উপজেলার করমদী গ্রামে বাল্য বিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে মজিবার রাহমান নামের এক পিতার ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুল আমিন এ কারাদণ্ডাদেশ প্রদান করেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুল আমিন জানান,করমদী মাঠ পাড়া এলাকার ডাঃ ইকাব আলী ছেলে মজিবার রহমান তার নাবালিকা মেয়ে চায়না খাতুনের বিয়ের আয়োজন চলছিল। এমন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়। এসময় বন্ধ করে দেয়া হয় বাল্য বিবাহ। ভ্র্যাম্যমান আদালতের খবর পেয়ে বর তেরাইল গ্রামের জনৈক্য মমিন তার লোকজন নিয়ে মেয়ের বাড়ি আসার পথে ফেরত যায়। গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান,কারাদণ্ড প্রাপ্ত মজিবার রহমান কে মেহেরপুর জেলা কারাগারে প্রেরনের প্রস্তুুতি চলছে।
Tag: lid news
No comments: