Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মানব পাচার খুবই লাভজনক এক ব্যবসা। আন্তর্জাতিক শ্রম অফিসের হিসেব অনুযায়ী, মানব পাচারকারীরা প্রতি বছর ১৫,০০০ কোটি ডলারের মুনাফা করে থাকে। কামি`র কাহিনি নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় বেনিন শহর। এখানে দালালরা ঘুরে ঘুরে তরুণীদের সাথে কথাবর্তা বলে। তাদের বিদেশে কাজ আর টাকাপয়সার স্বপ্ন দেখায়। এদেরই একজন শিকার হল কামি। দালালরা তাকে ইতালিতে নতুন জীবনের স্বপ্ন দেখায়। তারা বলে যে ইতালিতে কাজ করে সে যা আয় করবে তা দিয়ে সে বাড়িতে তার সংসারের হাল ধরতে পারবে। কিন্তু সে যখন ইতালিতে হাজির হলো তখন দেখলো চিত্র সম্পুর্ন উল্টো। তাকে জোর করে গণিকাবৃত্তিতে নিয়োজিত করা হলো। প্রথম প্রথম সে বাধা দেয়ার চেষ্টা করেছিল। কিন্তু যখন তার খাবার বন্ধ করে দেয়া হলো, এবং তার মোবাইল ফোন কেড়ে নেয়া হলো তখন এই কাজ ছাড়া তার কোন উপায় ছিল না। তিন বছরের গণিকাবৃত্তির আয় থেকে পাচারকারীরা তার কাছ থেকে মোট ২৭,০০০ ইওরো আদায় করে। প্রতিবছর পাচার হওয়া লক্ষ লক্ষ মানুষের মধ্যে কামি একজন। এদের মধ্যে একটা বড় অংশ ব্রিটেনে পাচার করা হয়। ২০১৪ সালে মোট ২০০০ লোককে ব্রিটেনে আনা হয়েছিল। তার মধ্যে ২৪৪ জন এসেছিল নাইজেরিয়া থেকে।





মানব পাচার খুবই লাভজনক এক ব্যবসা।

আন্তর্জাতিক শ্রম অফিসের হিসেব অনুযায়ী, মানব পাচারকারীরা প্রতি বছর ১৫,০০০ কোটি ডলারের মুনাফা করে থাকে।

কামি`র কাহিনি

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় বেনিন শহর। এখানে দালালরা ঘুরে ঘুরে তরুণীদের সাথে কথাবর্তা বলে। তাদের বিদেশে কাজ আর টাকাপয়সার স্বপ্ন দেখায়।

এদেরই একজন শিকার হল কামি। দালালরা তাকে ইতালিতে নতুন জীবনের স্বপ্ন দেখায়।

তারা বলে যে ইতালিতে কাজ করে সে যা আয় করবে তা দিয়ে সে বাড়িতে তার সংসারের হাল ধরতে পারবে।

কিন্তু সে যখন ইতালিতে হাজির হলো তখন দেখলো চিত্র সম্পুর্ন উল্টো।


তাকে জোর করে গণিকাবৃত্তিতে নিয়োজিত করা হলো। প্রথম প্রথম সে বাধা দেয়ার চেষ্টা করেছিল।

কিন্তু যখন তার খাবার বন্ধ করে দেয়া হলো, এবং তার মোবাইল ফোন কেড়ে নেয়া হলো তখন এই কাজ ছাড়া তার কোন উপায় ছিল না।

তিন বছরের গণিকাবৃত্তির আয় থেকে পাচারকারীরা তার কাছ থেকে মোট ২৭,০০০ ইওরো আদায় করে।

প্রতিবছর পাচার হওয়া লক্ষ লক্ষ মানুষের মধ্যে কামি একজন।

এদের মধ্যে একটা বড় অংশ ব্রিটেনে পাচার করা হয়।

২০১৪ সালে মোট ২০০০ লোককে ব্রিটেনে আনা হয়েছিল।

তার মধ্যে ২৪৪ জন এসেছিল নাইজেরিয়া থেকে।







«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply