Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » জাহাজ চলল দ্বিতীয় সুয়েজ খালে দ্বিতীয় সুয়েজ খাল দিয়ে শনিবারের পরীক্ষামূলক যাত্রায় নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি মালবাহী জাহাজকে সঙ্গ দেয় নৌবাহিনীর জাহাজ। এই খালের সীমানাতেই রয়েছে সিনাই উপত্যাকা, যেখানে রয়েছে একটি ইসলামী জঙ্গি গোষ্ঠির ঘাঁটি। মিশরের দ্বিতীয় সুয়েজ খাল দিয়ে প্রথমবারের মালবাহী জাহাজ অতিক্রম করলো। শনিবারের পরীক্ষামূলক মহড়ায় বেশ কিছু কন্টেইনার জাহাজ খালটি অতিক্রম করে। এসময় হেলিকপ্টার এবং নৌবাহিনীর জাহাজ তাদেরকে প্রহরা দিচ্ছিল। কর্মকর্তারা বলছেন আগামী মাসে এই জলপথটি উন্মুক্ত করে দেয়া হবে। ভূমধ্যসাগর ও লোহিত সাগরের মধ্যে সংযোগ স্থাপনকারী প্রথম সুয়েজ খাল চালুর প্রায় দেড়শ বছর পর এর পাশ দিয়ে দ্বিতীয় এই খালটি খনন করা হল। ৭২ কিলোমিটার এই জলপথটি দিয়ে উভয় দিকেই জাহাজ চলাচল করতে পারবে। এই খাল দিয়ে বড়সড় জাহাজও পার হতে পারবে। বছর খানেক আগে নতুন এই খালটির খনন কাজ শুরু হয়। এটি বর্তমান খালের পাশাপাশি সমান্তরালভাবে অবস্থান করছে।





 জাহাজ চলল দ্বিতীয় সুয়েজ খালে

দ্বিতীয় সুয়েজ খাল দিয়ে শনিবারের পরীক্ষামূলক যাত্রায় নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি মালবাহী জাহাজকে সঙ্গ দেয় নৌবাহিনীর জাহাজ। এই খালের সীমানাতেই রয়েছে সিনাই উপত্যাকা, যেখানে রয়েছে একটি ইসলামী জঙ্গি গোষ্ঠির ঘাঁটি।

মিশরের দ্বিতীয় সুয়েজ খাল দিয়ে প্রথমবারের মালবাহী জাহাজ অতিক্রম করলো।

শনিবারের পরীক্ষামূলক মহড়ায় বেশ কিছু কন্টেইনার জাহাজ খালটি অতিক্রম করে।

এসময় হেলিকপ্টার এবং নৌবাহিনীর জাহাজ তাদেরকে প্রহরা দিচ্ছিল।

কর্মকর্তারা বলছেন আগামী মাসে এই জলপথটি উন্মুক্ত করে দেয়া হবে।

ভূমধ্যসাগর ও লোহিত সাগরের মধ্যে সংযোগ স্থাপনকারী প্রথম সুয়েজ খাল চালুর প্রায় দেড়শ বছর পর এর পাশ দিয়ে দ্বিতীয় এই খালটি খনন করা হল।

৭২ কিলোমিটার এই জলপথটি দিয়ে উভয় দিকেই জাহাজ চলাচল করতে পারবে।

এই খাল দিয়ে বড়সড় জাহাজও পার হতে পারবে।

বছর খানেক আগে নতুন এই খালটির খনন কাজ শুরু হয়।

এটি বর্তমান খালের পাশাপাশি সমান্তরালভাবে অবস্থান করছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply