টেলিটক কোম্পানির ভুয়া প্রকৌশলী সেজে মালামাল চুরির সময় জনতার হাতে আটক হয়েছে সাদ্দাম ও ফারুক হোসেন নামের দু corযুবক। শুক্রবার বিকালে গাংনী উপজেলার রাইপুর বাজারে এ ঘটনা ঘটে। টাওয়ারের ভবন মালিক সমসের আলী জানান,একটি মাইক্রো যোগে কয়েকজন যুবক টেলিটক কোম্পানীর ইঞ্জিনিয়ার পরিচয় দিয়ে যন্ত্রাংশ মেরামত করা হবে বলে চাবি দাবি করে। তাদের কথা বার্তা অসংলগ্ন মনে হলে তাদের পরিচয় সম্পর্কে জানতে চাইলে দু যুবক পালিয়ে যায়। পরে গাংনী বাজার পাড়ার সাদ্দাম ও বামুন্দী এলাকার মাইক্রো ড্রাইভার ফারুক কে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে।
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, সাদ্দাম ও ফারুক কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা শেষে কোর্টে প্রেরন করা হবে।
টেলিটক কোম্পানির ভুয়া প্রকৌশলী সেজে মালামাল চুরির সময় জনতার হাতে আটক হয়েছে সাদ্দাম ও ফারুক হোসেন নামের দু corযুবক। শুক্রবার বিকালে গাংনী উপজেলার রাইপুর বাজারে এ ঘটনা ঘটে। টাওয়ারের ভবন মালিক সমসের আলী জানান,একটি মাইক্রো যোগে কয়েকজন যুবক টেলিটক কোম্পানীর ইঞ্জিনিয়ার পরিচয় দিয়ে যন্ত্রাংশ মেরামত করা হবে বলে চাবি দাবি করে। তাদের কথা বার্তা অসংলগ্ন মনে হলে তাদের পরিচয় সম্পর্কে জানতে চাইলে দু যুবক পালিয়ে যায়। পরে গাংনী বাজার পাড়ার সাদ্দাম ও বামুন্দী এলাকার মাইক্রো ড্রাইভার ফারুক কে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, সাদ্দাম ও ফারুক কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা শেষে কোর্টে প্রেরন করা হবে।
Tag:
No comments: