শেষ মুহূর্তের গোলে শিরোপার স্বপ্ন চুরমার হয়ে গেল বাংলাদেশের ): অতিরিক্ত সময়ের (ইনজুরি টাইম) গোলে সব স্বপ্ন গুড়িয়ে গেল বাংলাদেশের। ৯০ মিনিট ২-২ গোলে সমতা রাখার পর ৯২তম মিনিটে মোহাম্মদ ফাইজাতের গোলে স্তব্ধ হয়ে যায় বাংলাদেশ। কর্নার থেকে উড়ে আসা বল সবার উপরে লাফিয়ে উঠে জালে পাঠিয়ে দেন মালয়েশিয়ার স্ট্রাইকার ফাইজাত। ফলে ৩-২ গোলের জয়ে মালয়েশিয় অনূর্ধ-২২ দল শিরোপা নিয়ে দেশে ফিরছে।
শেষ মুহূর্তের গোলে শিরোপার স্বপ্ন চুরমার হয়ে গেল বাংলাদেশের
): অতিরিক্ত সময়ের (ইনজুরি টাইম) গোলে সব স্বপ্ন গুড়িয়ে গেল বাংলাদেশের। ৯০ মিনিট ২-২ গোলে সমতা রাখার পর ৯২তম মিনিটে মোহাম্মদ ফাইজাতের গোলে স্তব্ধ হয়ে যায় বাংলাদেশ। কর্নার থেকে উড়ে আসা বল সবার উপরে লাফিয়ে উঠে জালে পাঠিয়ে দেন মালয়েশিয়ার স্ট্রাইকার ফাইজাত। ফলে ৩-২ গোলের জয়ে মালয়েশিয় অনূর্ধ-২২ দল শিরোপা নিয়ে দেশে ফিরছে।
এ খেলার প্রথমার্ধে ০-২ গোলে পিছিয়ে থাকার পরও দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। প্রথমার্ধে ১০ মিনিটের ব্যবধানে খাওয়া দুই গোলই দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মধ্যেই শোধ করে খেলায় ফেরে লাল-সবুজের দল। ৫৩ মিনিটের সময় মামুনুলের কর্নার কিক থেকে উড়ে আসা বল দারুণ হেড করে জালে জড়িয়ে দেন ইয়াসিন খান জয়। ৪৮ মিনিটের সময় জটলায় হেড করেন নাসির। মালয়েশিয়ার গোলরক্ষক তা ফিরিয়ে দিলে জাহিদ হাসান এমিলি এগিয়ে গিয়ে বল জালে জড়িয়ে দেন।
এর আগে বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালের প্রথমার্ধে ০-২ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ৪০ মিনিটের সময় আরও এক গোল খায় তারা। কাউন্টার অ্যাটাক থেকে কুমারান চমৎকারভাবে বল জালে জড়িয়ে দেন। প্রথমে ৩১ মিনিটে নাজিরুলের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। বক্সের অনেক বাইরে থেকে নেয়া অসাধারণ ফ্রি কিকে গোলরক্ষককে পরাস্ত করেন ডিফেন্ডার নাজিরুল।
হেমন্ত ভিনসেন্টকে ছাড়াই আজ (রোববার) ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। অনুশীলনে চোট পাওয়ায় দলে রাখা হয় নি তাকে। ভিনসেন্টের জায়গায় মাঠে নেমেছেন মোনেম খান রাজু।
এর আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হেমন্তের গোলে জয় পেয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রথম খেলায়ও বাংলাদেশ মালয়েশিয়ার কাছে ১-০ গোলে হার মানে।
বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের ফাইনালকে ঘিরে আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে নামে জনতার ঢল। বেলা ১টার পর থেকেই দশর্ক আসতে শুরু করে। আর দুপুর ২টায় স্টেডিয়ামের গেট খুলে দেয়া হয়। অবশ্য এর আগেই দশর্করা স্টেডিয়ামে প্রবেশ করতে লাইন ধরে দাঁড়ায়। আর খেলা শুরুর ঘন্টা খানেক আগেই দর্শকে পরিপূর্ণ হয়ে যায় গ্যালারি। অনেকে টিকেট কিনতে ব্যর্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।#৮ ফেব্রুয়ারি (রেডিও তেহরান
Tag: national
No comments: