জাপানি সাংবাদিক হত্যায় আইএসআইএল’এর নিন্দা করল নিরাপত্তা পরিষদ নিরাপত্তা পরিষদের বৈঠকের দৃশ্য : তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’এর হাতে জাপানি সাংবাদিক হত্যার ঘটনাকে পৈশাচিক ও কাপুরুষোচিত অপরাধ বলে নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। শনিবার এক ভিডিও বার্তায় আইএসআইএল জাপানের ফ্রিল্যান্স সাংবাদিক কেনজি গোতোকে গলা কেটে হত্যার পাশবিক চিত্র প্রকাশ করেছে। এক বিবৃতিতে নিরাপত্তা পরিষদ বলেছে, সিরিয়ার সাংবাদিকসহ অন্যরা প্রতিদিন যে কত ভয়াবহ বিপদের মোকাবেলা করছেন এ অপরাধের মধ্য দিয়ে তাই ফুটে উঠেছে। ৪৭ বছর বয়সি এ সাংবাদিকের হত্যার ঘটনার কঠোর নিন্দা করেছে নিরাপত্তা পরিষদ। আইএসআইএল’এর ভিডিও বার্তায় দেখা গেছে, হাত-পা বাধা কেনজি হাঁটু গেড়ে কমলা রং এর জামা পড়ে বসে আছেন। তার গলা কাটার জন্য পাশে দাড়িয়ে থাকা মুখোশধারী সন্ত্রাসী জাপান সরকারকে দায়ী করেছে। পরে নিহত কেনজির পিঠে তারই কাটা মস্তক রেখে একটি স্থির চিত্র দেখানোর মাধ্যমে ওই ভিডিও বার্তা শেষ হয়। এর এক সপ্তাহে আগেও একজন জাপানি নাগরিককে হত্যা করেছিল এই উগ্র সন্ত্রাসী গোষ্ঠী।#২ ফেব্রুয়ারি (রেডিও তেহরান)
জাপানি সাংবাদিক হত্যায় আইএসআইএল’এর নিন্দা করল নিরাপত্তা পরিষদ
নিরাপত্তা পরিষদের বৈঠকের দৃশ্য
: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’এর হাতে জাপানি সাংবাদিক হত্যার ঘটনাকে পৈশাচিক ও কাপুরুষোচিত অপরাধ বলে নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। শনিবার এক ভিডিও বার্তায় আইএসআইএল জাপানের ফ্রিল্যান্স সাংবাদিক কেনজি গোতোকে গলা কেটে হত্যার পাশবিক চিত্র প্রকাশ করেছে।
এক বিবৃতিতে নিরাপত্তা পরিষদ বলেছে, সিরিয়ার সাংবাদিকসহ অন্যরা প্রতিদিন যে কত ভয়াবহ বিপদের মোকাবেলা করছেন এ অপরাধের মধ্য দিয়ে তাই ফুটে উঠেছে। ৪৭ বছর বয়সি এ সাংবাদিকের হত্যার ঘটনার কঠোর নিন্দা করেছে নিরাপত্তা পরিষদ।
আইএসআইএল’এর ভিডিও বার্তায় দেখা গেছে, হাত-পা বাধা কেনজি হাঁটু গেড়ে কমলা রং এর জামা পড়ে বসে আছেন। তার গলা কাটার জন্য পাশে দাড়িয়ে থাকা মুখোশধারী সন্ত্রাসী জাপান সরকারকে দায়ী করেছে।
পরে নিহত কেনজির পিঠে তারই কাটা মস্তক রেখে একটি স্থির চিত্র দেখানোর মাধ্যমে ওই ভিডিও বার্তা শেষ হয়। এর এক সপ্তাহে আগেও একজন জাপানি নাগরিককে হত্যা করেছিল এই উগ্র সন্ত্রাসী গোষ্ঠী।#২ ফেব্রুয়ারি (রেডিও তেহরান)
Tag: world
No comments: