হরতাল-অবরোধের সহিংসতায় ও আগুনে ৪২ জনের মৃত্যুর ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।
হরতাল-অবরোধের সহিংসতায় ও আগুনে ৪২ জনের মৃত্যুর ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।
সোমবার ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী মামলাটি দায়ের করেন। মামলায় বাদীর আইনজীবী হিসেবে তাকে সহায়তা করেন বেগম রওশন আরা ডেইজি।
মামলার অন্য আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরী ও অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ।
মামলাটি আমলে নিয়ে দুপুরে শুনানি গ্রহণ করেন হাকিম আতিকুর রহমানের আদালত। শুনানি শেষে মামলাটির বিষয়ে গুলশান থানাকে তদন্তের নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার গুলশান কার্যালয়ে ৫ জানুয়ারি বিকেল ৫টায় সারাদেশে শান্তিপূর্ণ অবরোধ পালনের ঘোষণা দেন এবং এরপর দফায় দফায় হরতালের আহ্বান করেন। এ কর্মসূচির ঘোষণার পর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে অগ্নিদগ্ধ হয়ে ৪২ মারা গেছেন এবং সরকারের কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে।
বাদী পক্ষের আইনজীবী রওশন আরা সিকদার ডেইজি বলেন, দণ্ডবিধি ৩০২, ১০৯ ও ১২০ (বি) ধারায় এই মামলাটি দায়ের করা হয়েছে। এতে খালেদা জিয়াসহ চারজনকে আসামি করা হয়েছে।
এর আগে রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল ছুঁড়ে মানুষ মারা ও কুমিল্লায় পেট্রোল বোমার অপর এক ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলা হয়।
No comments: