বরিশালে ট্রাকে গাইবান্ধায় বাসে পেট্রলবোমায় নিহত ৯,
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধে শুক্রবার রাতে ও শনিবার ভোরে গাইবান্ধায় যাত্রীবাহী বাসে ও বরিশালে পন্যবাহী ট্রাকে দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রলবোমার আগুনে অঙ্গার হলেন নারী ও শিশুসহ ৯ জন। দুটি স্থানেই আইনশৃঙ্খলা বাহিনীর পাহারার মধ্যে এই পেট্রল বোমা হামলার ঘটনা ঘটল।
শুক্রবার রাত ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে পুলিশ পাহারার মধ্যে থাকা যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে দুই শিশুসহ নিহত হয়েছেন ৬ জন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও অন্তত ৩০ জন।
আহতদের প্রথমে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর দগ্ধ ১১ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তাদের শরীরের ৫০ থেকে ৮০ শতাংশ পুড়ে গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গাইবান্ধা থেকে নাপু পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। রাত প্রায় ১১টার দিকে সদর উপজেলার শাহপাড়া ইউনিয়নের তুলসীঘাট বুড়িরঘর এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা বাসটিতে পরপর কয়েকটি পেট্রলবোমা নিক্ষেপ করে। সঙ্গে সঙ্গে বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এতে ঘটনাস্থলেই কয়লা হয়ে যায় এক শিশু ও এক নারীসহ চারজন এবং হাসপাতালে নেয়ার পর এক শিশুসহ দুজন মারা যান।
ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় এবং আহতদের উদ্ধার কাজে অংশ নেয়। দগ্ধ ৩০ জনকে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথামিক চিকিৎসার পর গুরুতর দগ্ধ ১১ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহত বাসযাত্রী আবদুর রহিম জানান, বাসে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। তিনিসহ অনেকে কাজের সন্ধানে ঢাকায় যাচ্ছিলেন। দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমা গাড়ির গ্লাস ভেঙে ভেতরে ঢুকতেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।
তিনি বলেন, গাড়ির দরজা বন্ধ থাকায় আমরা কেউ বের হতে পারছিলাম না। অনেক কষ্টে গাড়ির সামনের গ্লাস ভেঙে আমরা বের হই। দরজা বন্ধ না থাকলে এত হতাহতের ঘটনা ঘটত না।
ফুলছুরি উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, তিনি কর্তৃপক্ষের জরুরি তলবে দগ্ধদের চিকিৎসা দিতে গাইবান্ধা সদর হাসপাতাল আসেন।
তিনি বলেন, যাদের এখানে চিকিৎসা দেয়া সম্ভব তাদের আমরা এখানে রেখেছি। ১১ জন দগ্ধকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের শরীরের ৫০ থেকে ৮০ শতাংশ পুড়ে গেছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানান, সেখানে ভর্তি ১১ জনের মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক। তাদের মধ্যে একজন নারীও আছেন।
তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
আহত যাত্রীদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলেন- আবদুর রহিম, তসলিম, আবুল বাকী, জাহিদুল, আলম, আশরাফুল, সাধনা, সোনাবান, মতলব, জোৎনা, সাজেদুল, কায়সার, রফিকুল, লিয়াকত, আশরাফুল (২), আবুল কালাম, শফিউল, আমিনুল, সুজন, কালা মিয়া, মকবুল, শাহেদুল, মাসুদ, কফিল উদ্দিন, রহিমা খাতুন, তানজিলা ও আমজাদ।
জানা গেছে, যাত্রীদের বেশিরভাগই ছিলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার এবং তাদের অনেকেই ছিলেন শ্রমিক। তারা কাজের সন্ধানে ঢাকায় যাচ্ছিলেন।
এদিকে বরিশাল-ঢাকা মহাসড়কে পুলিশ প্রহরা থাকা সত্ত্বেও শনিবার ভোররাত ৫টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাসস্ট্্যান্ডের দক্ষিন পাশে দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রলবোমা নিক্ষেপে ট্রাক চালক ও হেলপারসহ তিনজন নিহত হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে গৌরনদী থানার ওসি মো. সাজ্জাদ হোসেন বলেন, পেট্রলবোমা নিক্ষেপে ট্রাকটিতে আগুন লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পশ্চিম পাশের মেহগনি গাছের সাথে ধাক্কা খায়। এতে চালক ও হেলপারসহ ৩ জন নিহত হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ ৩টি বরিশাল মর্গে পাঠানো হবে।
পুলিশ জানান, গাজীপুর বাঘের বাজার থেকে ট্রাক (ঢাকা মেট্রো ট ১৬-৯৩২৬) পোল্ট্রি ফিড বোঝাই করে শুক্রবার রাত ৮টার দিকে বরিশালের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে শনিবার ভোররাত ৫টার দিকে উপজেলার মাহিলাড়া বাসস্ট্যান্ডের দক্ষিন পাশে হাওলাদার বাড়ির কাছে পৌঁছলে ট্রাকটিতে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় ট্রাকটিতে আগুন লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পশ্চিম পাশের একটি মেহগনি গাছের সাথে ধাক্কা দেয়।
খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে ফায়ারকর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফরিদপুর সদর থানার বদরপুর এলাকার ট্রাক চালক ইজাজুল (৩৫), একই থানার মোল্লাবাড়ি রোড়ের ট্রাক হেলপার মুন্নু মিয়া (৪৫), ট্রাক চালকের শ^শুরকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকেই মৃত ঘোষণা করেন।
নিহত এক জনের পরিচয় জানা যায়নি।
ঘটনাস্থলে পরিদর্শনে এসে জেলা পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ বলেন, পেট্রল বোমা হামলায় অগ্নিদগ্ধ হয়ে ট্রাক চালক ও হেলপারসহ ৩ জন নিহত হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ট্রাক মালিক মো. রিপন মিয়া নিহত ২ জনের পরিচয় নিশ্চিত করেছেন।
No comments: