সাপ্তাহিক রাশিফল।
১ ফেব্রুয়ারি ২০১৫—৭ ফেব্রুয়ারি ২০১৫
আলোচ্য সপ্তাহে রাশিচক্রে গ্রহ সমাবেশ যথা মকরে রবি, বক্রী বুধ, মিথুনে চন্দ্র, কুম্ভে মঙ্গল, শুক্র, কর্কটে বক্রী বৃহস্পতি, বৃশ্চিকে শনি, কন্যায় রাহু, মীনে কেতু। রাশি ও নক্ষত্র পরিক্রমা অনুযায়ী চন্দ্র মিথুনে আর্দ্রা থেকে সিংহে উত্তরফাল্গুনী নক্ষত্র। তিথিসঞ্চার শুক্লা ক্রয়োদশী থেকে কৃষ্ণা তৃতীয়া। যোগসঞ্চার বিষ্কুম্ভ থেকে সুকর্মা। ব্যক্তিগত রাশি ও লগ্ন অনুযায়ী জাতক-জাতিকার শুভাশুভ গ্রহফল বিবৃত হল।
a
মেষ:
সম্পত্তি বিষয়ক মামলার সন্তোষজনক নিষ্পত্তি ও অর্থসম্পদ বৃদ্ধি। দীর্ঘদিনের পুরনো কোনও রোগ প্রশমনের উপায় হতে পারে। সৃষ্টিশীল কাজের বহু প্রতীক্ষিত স্বীকৃতির যোগ। সপ্তাহের আদ্যভাগে বিজ্ঞ ব্যক্তির পরামর্শে সাংসারিক সমস্যার মোকাবিলা, প্রশিক্ষণের সুবাদে কর্মোন্নতির ইঙ্গিত। মধ্যভাগে উপস্থিত বুদ্ধি ও সময়োচিত সাহসে শত্রুর কবল থেকে রক্ষা, কর্মে দ্রুত অগ্রগতির সুবাদে সামাজিক প্রতিষ্ঠা ও প্রতিপত্তি বৃদ্ধি। অন্তভাগে বিদেশের মূল্যবান দ্রব্যাদি প্রাপ্তির যোগ, গুরুজনের চিকিৎসা-বিভ্রাটে উদ্বেগ ও বহু ব্যয়। মেষ লগ্নে জাত ব্যক্তির বন্ধুবিচ্ছেদ ও স্বজনবিরোধে মানসিক অস্থিরতা বাড়বে। উচ্চশিক্ষা ও গবেষণায় বিশেষ কৃতিত্ব। শারীরিক সমস্যায় কাজকর্ম ব্যাহত।
a
বৃষ:
জ্ঞাতিপড়শির উস্কানিতে পরিবারে গোলযোগ বৃদ্ধির আশঙ্কা। বিতর্কবিবাদ ও পুলিশি ঝামেলা এড়িয়ে চলাই ভাল। কর্মগত পরিবর্তন ও ভিন রাজ্যে বদলির সম্ভাবনা। সপ্তাহের আদ্যভাগে বন্ধুদের সঙ্গে ভুল বোঝাবুঝিতে সম্পর্কের অবনতি, শেয়ারে বাড়তি লগ্নি না-করাই ভাল। মধ্যভাগে মৌলিক চিন্তা ও পরিকল্পনায় সাফল্য, চারুকলার অনুশীলনে কৃতিত্ব, জনহিতকর কাজের সুবাদে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি। অন্তভাগে শল্যচিকিৎসক ও আইনজীবীদের শুভ সময়, উপকারি বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে না-পেরে আত্মগ্লানি। বৃষ লগ্নে জাত ব্যক্তির বিমা ও শেয়ার সূত্রে অর্থাগম। বাহন ক্রয়ের জন্য পরিবারে আলাপ-আলোচনা। অপ্রিয় বাক্য পরিত্যাজ্য। বেদ-পুরাণ চর্চা ও সাধুসন্তদের সেবায় আত্মিক অগ্রগতি।
a
মিথুন:
বন্ধুবেশী শত্রুর কূট চালে বৈষয়িক ক্ষতি ও মানহানির আশঙ্কা। সন্তানের মতিগতি ও আচরণ চিন্তার কারণ হয়ে উঠতে পারে। প্রেমপ্রণয়ে তৃতীয় কাউকে ঘিরে বিড়ম্বনা। সপ্তাহের আদ্যভাগে শ্লেষ্মাবৃদ্ধি ও শ্বাসযন্ত্রের সমস্যায় ভোগান্তি, ব্যবসায় হঠকারী সিদ্ধান্তে লোকসানের আশঙ্কা। মধ্যভাগে গুরুজনের পরামর্শে সাংসারিক ও আর্থিক সমস্যার সমাধান, জমি ক্রয়বিক্রয়ের শুভ যোগ। অন্তভাগে বিষয়সম্পত্তির রক্ষণাবেক্ষণের জন্য আইনি পরামর্শ প্রয়োজন, অপব্যয়ের জন্য সঞ্চয় বৃদ্ধিতে বাধা। মিথুন লগ্নে জাত ব্যক্তির উচ্চতর বিদ্যার্জন ও গবেষণার বিশেষ সাফল্য। সৃষ্টিশীল কাজে মনের মুক্তি। গ্যাসট্রাইটিসের সমস্যায় দুর্ভোগ ও কাজকর্মে বাধা।
a
কর্কট:
গুরুজন ও ভাইবোনের সঙ্গে বৈষয়িক অশান্তি বাড়বে। পিতৃস্থানীয় ব্যক্তির বিরূপতায় আর্থিক বিপত্তি ও মানসিক ক্লেশ। রক্তচাপের আধিক্যে হৃদযন্ত্রের দুর্বলতায় কাজকর্মে ব্যাঘাত। সপ্তাহের আদ্যভাগে ইমারতি ব্যবসা লাভজনক হতে পারে, বিজ্ঞান গবেষণায় সাফল্য। মধ্যভাগে কর্মক্ষেত্রে গোলযোগ ও ঝুটঝামেলায় শান্তি বিঘ্নিত হতে পারে, প্রিয়জনের বিয়ের ব্যাপারে সফল আলাপ-আলোচনা। অন্তভাগে বিলাসিতার জন্য অপব্যয়ে সঞ্চয় বৃদ্ধিতে বাধা, অতিরিক্ত পরিশ্রমে দৈহিক দুর্বলতা। কর্কট লগ্নে জাত ব্যক্তির মাত্রাছাড়া ভাবপ্রবণতা থেকে স্বজনমহলে অপদস্থ হওয়ার আশঙ্কা। শ্বশুরকুল বা মাতৃকুল থেকে অর্থসম্পত্তি প্রাপ্তির যোগ। জমিজমা ক্রয়ের পরিকল্পনা আপাতত স্থগিত রাখাই ভাল।
a
সিংহ:
কর্মক্ষেত্রে উন্নতি ও উপার্জন বৃদ্ধির সুবাদে সামাজিক প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি। প্রেমপ্রণয়ে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব চিন্তা বাড়াতে পারে। সংক্রমণজনিত জ্বরজ্বালা ও হাঁপানিতে ভোগান্তি। সপ্তাহের আদ্যভাগে দুঃসাহসিক কাজ এড়ানোর চেষ্টা করাই ভাল, উচ্চশিক্ষায় সাফল্য এবং বিদেশে প্রশিক্ষণের সুযোগ। মধ্যভাগে সাময়িক বুদ্ধিভ্রম বা মানসিক অস্থিরতার জন্য কাজকর্মে জটিলতা, বেদ-পুরাণ চর্চা ও সাধুসজ্জনের সেবায় আত্মিক অগ্রগতি। অন্তভাগে পরোপকারে ও পারিবারিক দায়িত্ব পালনে বহু ব্যয়, বন্ধুদের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান। সিংহ লগ্নে জাত ব্যক্তির অপ্রিয় সত্য কথায় শত্রু বৃদ্ধি। পারিবারিক সম্মান বাঁচাতে ত্যাগ স্বীকার। দূরভ্রমণের পরিকল্পনায় আকস্মিক বাধা।
a
কন্যা:
স্বামী-স্ত্রী উভয়ের চেষ্টায় পারিবারিক জট কাটিয়ে পরিস্থিতির উন্নতি। বিষয়সম্পত্তি ক্রয়বিক্রয় নিয়ে গুরুজনের সঙ্গে মতান্তরে মানসিক ক্লেশ। বন্ধুর পারিবারিক অনুষ্ঠানে উটকো ঝামেলা সামাল দিয়ে বাহবা জুটতে পারে। সপ্তাহের আদ্যভাগে সহৃদয় ব্যক্তির সহায়তায় ভাগ্যোদয়ের যোগ, মাতৃকুলের সম্পত্তি পাওয়ার সম্ভাবনা। মধ্যভাগে গুণী ব্যক্তির সান্নিধ্যে আত্মিক উন্নতি, শল্যচিকিৎসকের শুভ সময়। অন্তভাগে তৃতীয় পক্ষকে ঘিরে প্রেমপ্রণয়ে জট, গুরুজনের দেহারোগ্যের জন্য স্বাস্থ্যকর স্থানে ভ্রমণের পরিকল্পনা। কন্যা লগ্নে জাত ব্যক্তির প্রশাসনিক দায়িত্ব বৃদ্ধিতে মানসিক চাপ। সেবামূলক প্রতিষ্ঠানের উন্নতির জন্য অর্থসংগ্রহের চেষ্টা। সাংসারিক দায়িত্ব পালনে বহু ব্যয়ের কারণে সঞ্চয় বৃদ্ধিতে বাধা।
a
তুলা:
স্বজনবর্গের সঙ্গে ভুল বোঝাবুঝিতে সম্পর্কের অবনতি। গৃহসংস্কার বা নতুন ভাবে নির্মাণের জন্য আর্থিক পরিকল্পনা। মাতৃস্থানীয়া স্বজনের স্বাস্থ্যহানিতে বিপুল ব্যয় ও হয়রানি। সপ্তাহের আদ্যভাগে জমি ক্রয়বিক্রয়ের ব্যবসায় লোকসান হতে পারে, শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে সম্মান লাভ। মধ্যভাগে উপার্জন বৃদ্ধির যোগ, ভাই ও গুরুজনের সঙ্গে বৈষয়িক বিবাদ নিয়ে অশান্তি। অন্তভাগে বায়ু ও পিত্তরোগে কষ্টভোগ, দাম্পত্য শান্তি ও সাংসারিক সুস্থিতি। তুলা লগ্নে জাত ব্যক্তির বাধাবিঘ্নের মধ্য দিয়ে নতুন পরিকল্পনায় সাফল্যের সূচনা। বিবাদবিতর্ক বা পুলিশি ঝামেলায় অযথা হয়রানি। প্রিয়জনের বিয়ের শুভ যোগাযোগ। ললিতকলার চর্চায় ব্যুৎপত্তির স্বীকৃতি মিলতে পারে।
a
বৃশ্চিক:
দুঃসাহসিক কাজ করতে গিয়ে বিপত্তি বা বিড়ম্বনার আশঙ্কা। স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনার অভাবে সংসারে অশান্তি বৃদ্ধি। ঋণশোধের পরিকল্পনায় আংশিক সাফল্য। সপ্তাহের আদ্যভাগে একাধিক উপায়ে উপার্জনের সুযোগ, রক্তে শর্করা বৃদ্ধির জেরে নানা ধরনের শারীরিক সমস্যা ভোগাবে। মধ্যভাগে প্রভাবশালী কর্তার সহায়তায় কর্মক্ষেত্রে জটিলতার অবসান, সম্পত্তি ক্রয়বিক্রয় নিয়ে মা-বাবার সঙ্গে বিরোধ। অন্তভাগে সাহিত্য ও দর্শনশাস্ত্রের চর্চায় ব্যুৎপত্তি, সন্তানের স্বাস্থ্যহানিতে কাজকর্মে ব্যাঘাত। বৃশ্চিক লগ্নে জাত ব্যক্তির মৌলিক চিন্তা ও পরিকল্পনায় কর্মে উন্নতি ও প্রশাসনিক দায়িত্ব বৃদ্ধি। কল্যাণকাজে শ্রম ও অর্থদান। পথেঘাটে চলাফেরায় বাড়তি সতর্কতা দরকার।
a
ধনু:
বৈষয়িক সমস্যার সন্তোষজনক সমাধান। জ্ঞাতি ও বন্ধুবর্গের সঙ্গে সদ্ভাব বৃদ্ধি। পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালনে বহু ব্যয়। সপ্তাহের আদ্যভাগে গৃহে শুভ অনুষ্ঠানে কোনও আত্মীয়ের আচরণে রসভঙ্গের আশঙ্কা, গুরুজন ও গুণিজনের সান্নিধ্যে মানসিক শান্তি। মধ্যভাগে রক্তচাপের হেরফেরে শারীরিক জটিলতা, সন্তানের মতিগতি ও আচরণে পারিবারিক শান্তি ব্যাহত হতে পারে। অন্তভাগে বাড়ির সংস্কার ও নবনির্মাণের জন্য অর্থের সংস্থান, জ্যোতিষ ও রহস্যবিদ্যার প্রতি অনুরাগ। ধনু লগ্নে জাত ব্যক্তির ব্যবসায় বাড়তি বিনিয়োগে সাফল্য। লাগামছাড়া ক্রোধ থেকে বিপত্তির আশঙ্কা। ভ্রমণের পরিকল্পনা ব্যাহত হতে পারে।
a
মকর:
শ্লেষ্মা বৃদ্ধিতে শ্বাসকষ্ট ও বক্ষঃপীড়ায় দুর্ভোগ। সম্মান ও সম্পত্তি রক্ষার ব্যাপারে বাড়তি সাবধানতা প্রয়োজন। সজ্জন ব্যক্তির সান্নিধ্যে আধ্যাত্মিক উন্নতি। লটারি বা ফাটকায় প্রাপ্তিযোগ। সপ্তাহের আদ্যভাগে ব্যবসায় হঠকারী বিনিয়োগে লোকসানের আশঙ্কা, স্বামী-স্ত্রী উভয়ের চেষ্টায় পারিবারিক সমস্যার সমাধান। মধ্যভাগে সেবামূলক প্রতিষ্ঠানে শ্রম ও অর্থদানে তৃপ্তি, বন্ধুর অসময়ে পাশে দাঁড়াতে গিয়ে ঝামেলায় পড়তে হতে পারে। অন্তভাগে আত্মীয়স্বজনের কাছ থেকে মূল্যবান দ্রব্যাদি লাভের সম্ভাবনা, সৃষ্টিশীল কাজের বিলম্বিত স্বীকৃতি। মকর লগ্নে জাত ব্যক্তির উপস্থিতবুদ্ধিতে সমস্যা মিটিয়ে প্রশংসা লাভ। শ্বশুরকূল থেকে অর্থসম্পত্তি প্রাপ্তির যোগ। সঞ্চয় প্রকল্পে নির্বিচার বিনিয়োগ উচিত হবে না।
a
কুম্ভ:
নতুন কাজের সুযোগ ও উপার্জন বৃদ্ধির উপায় হতে পারে। গুরুজনের সঙ্গে অকারণ মনোমালিন্য মনঃকষ্ট বাড়াবে। কর্কশ বাক্যে সংসারে অশান্তি। নিম্নাঙ্গের পীড়ায় দুর্ভোগ। সপ্তাহের আদ্যভাগে সন্তানের উচ্ছৃঙ্খল আচরণে মানহানির আশঙ্কা, বিষয়সম্পত্তি নিয়ে ভাইবোনের সঙ্গে বিরোধ বাড়বে। মধ্যভাগে পুরাণ ও ধর্মকথায় শান্তির খোঁজ, কর্মে পদোন্নতি ও আধিপত্য বিস্তার। অন্তভাগে মূল্যবান দ্রব্যাদি সংরক্ষণের জন্য আইনি পরিকল্পনা, কোনও ছলনাময়ী নারীর পাল্লায় পড়ে মানহানি ও অর্থক্ষতির আশঙ্কা। কুম্ভ লগ্নে জাত ব্যক্তির ব্যবসায় আপাতত বাড়তি বিনিয়োগ না-করাই ভাল। জনকল্যাণমূলক কাজে অর্থ ও শ্রমদানে সামাজিক প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি। কর্মসূত্রে সপরিবার দূরভ্রমণের সুযোগ আসতে পারে।
a
মীন:
মৌলিক চিন্তা ও সৃষ্টিশীল কাজে সাফল্য। সম্পত্তি রক্ষার বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। সন্তানের লেখাপড়ার উন্নতিতে উদ্বেগের অবসান। সপ্তাহের আদ্যভাগে চারুকলার অনুশীলনে অগ্রগতি, গুরুজনের চিকিৎসা-বিভ্রাটে অযথা হয়রানি, আইনি ব্যবস্থা নিতে পারেন। মধ্যভাগে অপ্রিয় সত্যকথনে প্রিয়জনের বিরাগভাজন হওয়ার আশঙ্কা, গৃহসংস্কার ও নতুন নির্মাণের জন্য আর্থিক পরিকল্পনা। অন্তভাগে স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায় পারিবারিক সমস্যার সমাধান, প্রজ্ঞাবান সাধকের সঙ্গলাভ। মীন লগ্নে জাত ব্যক্তির জমি ক্রয়বিক্রয়ের ব্যাপারে মা-বাবার সঙ্গে মতান্তরে মানসিক ক্লেশ। বিজ্ঞান ও গণিতের অধ্যয়ন ও অনুশীলনে ব্যুৎপত্তি। পথেঘাটে চলাফেরায় বাড়তি সতর্কতা দরকার।
No comments: