ভারতে সোয়াইন ফ্লু’র প্রকোপ বাড়ছে, মৃতের সংখ্যা বেড়ে ৪৫০
ভারতের সোয়াইন ফ্লু’র প্রকোপ ক্রমশ বেড়ে চলেছে। ইতোমধ্যেই সোয়াইন ফ্লু’র কবলে পড়ে বিভিন্ন রাজ্যে ৪৫০ জনের মৃত্যু হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের এক পরিসংখ্যানে জানা গেছে, চলতি মাসের ফেব্রুয়ারির প্রথম ১০ দিনেই মারা গেছেন ২১৬ জন মানুষ। মৃতদের তালিকায় সুইজারল্যান্ডের এক নারীও রয়েছেন। ভারত সফরে এসে সোয়াইন ফ্লু’তে আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই বিদেশিনী নারীর নাম অ্যানিমারি(৭০)। তিনি ভারতের রাজস্থান রাজ্যের যোধপুর হাসপাতালে বৃহস্পতিবার মারা যান।
রাজস্থানে সোয়াইন ফ্লু’তে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৫০ জন মানুষের মৃত্যু হয়েছে। রাজ্যের ৩৩টি জেলার মধ্যে ২৯টিতেই সংক্রমণ ছড়িয়েছে এই রোগের। যোধপুরের মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা ডা. ওয়াই ভি সিং রাঠোর বলেছেন, রাজ্যে ১ জানুয়ারি থেকে ১৬৩১ জন মানুষ আক্রান্ত হয়েছেন। সারা দেশে আক্রান্তের সংখ্যা পাঁচ হাজারেরও বেশি। দিল্লি, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, ছত্তিশগড়, পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গসহ অন্য রাজ্যেও ছড়াচ্ছে এই রোগ।
শূকরদেরদের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ ব্যাপক হারে হয়। এখন অবশ্য মানুষ থেকে মানুষের মধ্যে সংক্রমণ ছড়াচ্ছে। সোয়াইন ফ্লু’ এক ধরণের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা এ এবং ইনফ্লুয়েঞ্জা সি’র বিভিন্ন ধরণের ভাইরাস এই রোগের কারণ। ইনফ্লুয়েঞ্জা এ’র মধ্যে এইচ১এন১, এইচ১এন২, এইচ২এন৩, এইচ৩এন১ এবং এইচ৩এন২ সোয়াইন ফ্লু ঘটায়।#১৩ ফেব্রুয়ারি (রেডিও তেহরান):
ভারতে সোয়াইন ফ্লু’র প্রকোপ বাড়ছে, মৃতের সংখ্যা বেড়ে ৪৫০ ভারতের সোয়াইন ফ্লু’র প্রকোপ ক্রমশ বেড়ে চলেছে। ইতোমধ্যেই সোয়াইন ফ্লু’র কবলে পড়ে বিভিন্ন রাজ্যে ৪৫০ জনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের এক পরিসংখ্যানে জানা গেছে, চলতি মাসের ফেব্রুয়ারির প্রথম ১০ দিনেই মারা গেছেন ২১৬ জন মানুষ। মৃতদের তালিকায় সুইজারল্যান্ডের এক নারীও রয়েছেন। ভারত সফরে এসে সোয়াইন ফ্লু’তে আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই বিদেশিনী নারীর নাম অ্যানিমারি(৭০)। তিনি ভারতের রাজস্থান রাজ্যের যোধপুর হাসপাতালে বৃহস্পতিবার মারা যান। রাজস্থানে সোয়াইন ফ্লু’তে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৫০ জন মানুষের মৃত্যু হয়েছে। রাজ্যের ৩৩টি জেলার মধ্যে ২৯টিতেই সংক্রমণ ছড়িয়েছে এই রোগের। যোধপুরের মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা ডা. ওয়াই ভি সিং রাঠোর বলেছেন, রাজ্যে ১ জানুয়ারি থেকে ১৬৩১ জন মানুষ আক্রান্ত হয়েছেন। সারা দেশে আক্রান্তের সংখ্যা পাঁচ হাজারেরও বেশি। দিল্লি, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, ছত্তিশগড়, পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গসহ অন্য রাজ্যেও ছড়াচ্ছে এই রোগ। শূকরদেরদের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ ব্যাপক হারে হয়। এখন অবশ্য মানুষ থেকে মানুষের মধ্যে সংক্রমণ ছড়াচ্ছে। সোয়াইন ফ্লু’ এক ধরণের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা এ এবং ইনফ্লুয়েঞ্জা সি’র বিভিন্ন ধরণের ভাইরাস এই রোগের কারণ। ইনফ্লুয়েঞ্জা এ’র মধ্যে এইচ১এন১, এইচ১এন২, এইচ২এন৩, এইচ৩এন১ এবং এইচ৩এন২ সোয়াইন ফ্লু ঘটায়।#১৩ ফেব্রুয়ারি (রেডিও তেহরান):
Tag: world
No comments: