ইউক্রেনের পূর্বাঞ্চলের জন্য অস্ত্র নয় বরং শান্তি প্রয়োজন: চীন
ইউক্রেন সংকট সমাধানের লক্ষ্যে অস্ত্র পাঠানোর মার্কিন পরিকল্পনার বিরোধিতা করেছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলের মানুষের জন্য এখন অস্ত্রের চেয়ে জরুরি হচ্ছে শান্তি। সেখানে শান্তি প্রতিষ্ঠিত হলে সব পক্ষের স্বার্থ রক্ষা পাবে।
ওই মুখপাত্র আরও বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলে উত্তেজনা হ্রাসে মধ্যস্থতার যে চেষ্টা চলছে তার প্রতি বেইজিংয়ের সমর্থন রয়েছে। যেসব বিষয় ওই অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে এবং সংলাপ প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে, সেসব বিষয় এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি।
সম্প্রতি ইউক্রেনের চলমান সংকট সমাধানে সেখানে অস্ত্র পাঠানোর পরিকল্পনার কথা ঘোষণা করেছে আমেরিকা। ওয়াশিংটন দাবি করে আসছে, ইউক্রেনের সরকার বিরোধীদের অস্ত্র দিচ্ছে রাশিয়া। অবশ্য মস্কো সব সময়ই বিদ্রোহীদেরকে অস্ত্র দেয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে এসেছে। #৯ ফেব্রুয়ারি (রেডিও তেহরান):
ইউক্রেনের পূর্বাঞ্চলের জন্য অস্ত্র নয় বরং শান্তি প্রয়োজন: চীন ইউক্রেন সংকট সমাধানের লক্ষ্যে অস্ত্র পাঠানোর মার্কিন পরিকল্পনার বিরোধিতা করেছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলের মানুষের জন্য এখন অস্ত্রের চেয়ে জরুরি হচ্ছে শান্তি। সেখানে শান্তি প্রতিষ্ঠিত হলে সব পক্ষের স্বার্থ রক্ষা পাবে। ওই মুখপাত্র আরও বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলে উত্তেজনা হ্রাসে মধ্যস্থতার যে চেষ্টা চলছে তার প্রতি বেইজিংয়ের সমর্থন রয়েছে। যেসব বিষয় ওই অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে এবং সংলাপ প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে, সেসব বিষয় এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি। সম্প্রতি ইউক্রেনের চলমান সংকট সমাধানে সেখানে অস্ত্র পাঠানোর পরিকল্পনার কথা ঘোষণা করেছে আমেরিকা। ওয়াশিংটন দাবি করে আসছে, ইউক্রেনের সরকার বিরোধীদের অস্ত্র দিচ্ছে রাশিয়া। অবশ্য মস্কো সব সময়ই বিদ্রোহীদেরকে অস্ত্র দেয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে এসেছে। #৯ ফেব্রুয়ারি (রেডিও তেহরান):
Tag: world
No comments: