কলকাতা থেকে ঢাকা আসার পথে ইশ্বরদীতে মৈত্রী এক্সপ্রেস ট্রেনে তিনটি পেট্রল বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুর ২টা ৫৩ মিনিটে ঈশ্বরদী রেল স্টেশনের অদূরে এই ঘটনা ঘটে। এতে একজন ট্রেনচালক আহত হন।
হামলার পর ট্রেনটি সেখানে থামিয়ে দেয়া হয়। এই খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ সেখানে ছুটে আসেন।
ট্রেনের চালক মিজানুর রহমান জানান, ঈশ্বরদী স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার কিছুক্ষন পর ইঞ্জিন লক্ষ্য করে কয়েকজন দুর্বৃত্ত তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় ইঞ্জিনের জানালা বন্ধ থাকায় সেগুলো ছিটকে বাইরে চলে যায়। ফুয়েল ট্যাংকের কাছে একটি বিস্ফোরিত হলেও তেমন ক্ষতি হয়নি। সামান্য আগুনের সৃষ্টি হলে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে তা নিভিয়ে ফেলা হয়।
এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি পানি নেয়ার জন্য যাতায়াতের পথে ঈশ্বরদী স্টেশনে যাত্রা বিরতি করে।
এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ের পাকশী বিভাগীয় ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ার জানান, ইঞ্জিনের তেমন ক্ষতি হয়নি। ট্রেনটি ঈশ্বরদী স্টেশনে ফিরিয়ে এনে ইঞ্জিনটি বদল করে এক ঘন্টা পর ঢাকা অভিমুখে ছেড়ে গেছে।
-
কলকাতা থেকে ঢাকা আসার পথে ইশ্বরদীতে মৈত্রী এক্সপ্রেস ট্রেনে তিনটি পেট্রল বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুর ২টা ৫৩ মিনিটে ঈশ্বরদী রেল স্টেশনের অদূরে এই ঘটনা ঘটে। এতে একজন ট্রেনচালক আহত হন। হামলার পর ট্রেনটি সেখানে থামিয়ে দেয়া হয়। এই খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ সেখানে ছুটে আসেন। ট্রেনের চালক মিজানুর রহমান জানান, ঈশ্বরদী স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার কিছুক্ষন পর ইঞ্জিন লক্ষ্য করে কয়েকজন দুর্বৃত্ত তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় ইঞ্জিনের জানালা বন্ধ থাকায় সেগুলো ছিটকে বাইরে চলে যায়। ফুয়েল ট্যাংকের কাছে একটি বিস্ফোরিত হলেও তেমন ক্ষতি হয়নি। সামান্য আগুনের সৃষ্টি হলে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে তা নিভিয়ে ফেলা হয়। এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। উল্লেখ্য মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি পানি নেয়ার জন্য যাতায়াতের পথে ঈশ্বরদী স্টেশনে যাত্রা বিরতি করে। এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ের পাকশী বিভাগীয় ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ার জানান, ইঞ্জিনের তেমন ক্ষতি হয়নি। ট্রেনটি ঈশ্বরদী স্টেশনে ফিরিয়ে এনে ইঞ্জিনটি বদল করে এক ঘন্টা পর ঢাকা অভিমুখে ছেড়ে গেছে। -
Tag: national
No comments: