Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » সোহাগ গাজী ও সাঈদ আজমলের বোলিং অ্যাকশন বৈধ: আইসিসি সোহাগ গাজী ও সাঈদ আজমল সোহাগ গাজী ও সাঈদ আজমল ): বাংলাদেশি অফস্পিনার সোহাগ গাজী এবং পাকিস্তানের সাঈদ আজমলের বোলিং অ্যাকশন বৈধ বলে ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আজ (শনিবার) আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সম্পর্কে বলা হয়, বোলিং অ্যাকশন নিয়ে নতুন করে তাদের দেয়া পরীক্ষায় দেখা গেছে, দুই স্পিনারেরই বল করার ক্ষেত্রে কনুই আইসিসির অনুমোদিত ১৫ ডিগ্রির কম বাঁকে। তবে ভবিষ্যতে সোহাগ গাজী ও সাঈদ আজমলের কোনো বল নিয়ে সন্দেহ হলে সে বিষয়ে অভিযোগ জানানোর জন্য মাঠে দায়িত্বরত আম্পায়ারদের পূর্ণ স্বাধীনতা থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। গত বছরের আগস্টে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলাকালে সোহাগ গাজীর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা। একই মাসে শ্রীলঙ্কার বিপক্ষে একটি টেস্ট ম্যাচে সাঈদ আজমলের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলা হয়। পরে আজমল গত বছরের ২৫ আগস্ট ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারের ল্যাবে এবং সোহাগ একই বছরের ১৯ সেপ্টেম্বর কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন। দু'জনই পরীক্ষায় পাস করতে ব্যর্থ হলে আন্তর্জাতিক ক্রিকেটে তাদের বল করার ওপর নিষেধাজ্ঞা দেয় আইসিসি। এরপর নিজ নিজ বোর্ডের তত্ত্বাবধানে যথাযথ পুনর্বাসন প্রক্রিয়া শেষে দু'জনই গত ২৪ জানুয়ারি ভারতের চেন্নাইয়ে শ্রীরামচন্দ্র ইউনিভার্সিটি ল্যাবে ফের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন। চূড়ান্ত পরীক্ষায় পাস করায় এই দুই ক্রিকেটারের শেষ মুহূর্তে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। যদিও আইসিসির নিয়ম অনুযায়ী, টিম চূড়ান্ত হওয়ার পরে আর সেখানে পরিবর্তন আনা যায় না। কিন্তু দলের কোন খেলোয়াড় যদি অসুস্থতা বা ব্যক্তিগত কারণে নিজেকে প্রত্যাহার করে নেয়, তাহলে বদলি খেলোয়াড় অন্তর্ভুক্তির সুযোগ থাকে।#৭ ফেব্রুয়ারি (রেডিও তেহরান





সোহাগ গাজী ও সাঈদ আজমলের বোলিং অ্যাকশন বৈধ: আইসিসি

সোহাগ গাজী ও সাঈদ আজমল সোহাগ গাজী ও সাঈদ আজমল

): বাংলাদেশি অফস্পিনার সোহাগ গাজী এবং পাকিস্তানের সাঈদ আজমলের বোলিং অ্যাকশন বৈধ বলে ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।



আজ (শনিবার) আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সম্পর্কে বলা হয়, বোলিং অ্যাকশন নিয়ে নতুন করে তাদের দেয়া পরীক্ষায় দেখা গেছে, দুই স্পিনারেরই বল করার ক্ষেত্রে কনুই আইসিসির অনুমোদিত ১৫ ডিগ্রির কম বাঁকে। তবে ভবিষ্যতে সোহাগ গাজী ও সাঈদ আজমলের কোনো বল নিয়ে সন্দেহ হলে সে বিষয়ে অভিযোগ জানানোর জন্য মাঠে দায়িত্বরত আম্পায়ারদের পূর্ণ স্বাধীনতা থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।



গত বছরের আগস্টে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলাকালে সোহাগ গাজীর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা। একই মাসে শ্রীলঙ্কার বিপক্ষে একটি টেস্ট ম্যাচে সাঈদ আজমলের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলা হয়।



পরে আজমল গত বছরের ২৫ আগস্ট ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারের ল্যাবে এবং সোহাগ একই বছরের ১৯ সেপ্টেম্বর কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন। দু'জনই পরীক্ষায় পাস করতে ব্যর্থ হলে আন্তর্জাতিক ক্রিকেটে তাদের বল করার ওপর নিষেধাজ্ঞা দেয় আইসিসি।



এরপর নিজ নিজ বোর্ডের তত্ত্বাবধানে যথাযথ পুনর্বাসন প্রক্রিয়া শেষে দু'জনই গত ২৪ জানুয়ারি ভারতের চেন্নাইয়ে শ্রীরামচন্দ্র ইউনিভার্সিটি ল্যাবে ফের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন।



চূড়ান্ত পরীক্ষায় পাস করায় এই দুই ক্রিকেটারের শেষ মুহূর্তে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। যদিও আইসিসির নিয়ম অনুযায়ী, টিম চূড়ান্ত হওয়ার পরে আর সেখানে পরিবর্তন আনা যায় না। কিন্তু দলের কোন খেলোয়াড় যদি অসুস্থতা বা ব্যক্তিগত কারণে নিজেকে প্রত্যাহার করে নেয়, তাহলে বদলি খেলোয়াড় অন্তর্ভুক্তির সুযোগ থাকে।#৭ ফেব্রুয়ারি (রেডিও তেহরান







«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply