৬ষ্ঠ শ্রেণীর নোট বই কিনে দিতে না পারায় অভিমানে আঙ্গুরা খাতুন (১৩) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। বুধবার বিকাল ৪ টার দিকে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেছিয়ে আত্মহত্যা করে সে।
আঙ্গুরা খাতুন গাংনী পৌর এলাকার তেলপাম্প পাড়ার দিনমজুর আমানুর রহমানের মেয়ে ও সিএফএম মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী।
স্থানীয়রা জানায়, আঙ্গুরা খাতুন গত কয়েক দিন ধরে তার মায়ের কাছে নোট বই কিনে দেওয়ার জন্য আবদার জানিয়ে আসছিল। অর্থ অভাবে নতুন গাইড বই কিনে দিতে না পেরে পুরানো গাইড বই কিনে দেয় তার মা। নতুন নোট বই না দেওয়ার কারনে অভিমান করে আত্মহত্যা করে আঙ্গুরা খাতুন। এর আগে আঙ্গুরা খাতুন কে চিকিৎসার জন্য তাকে গাংনী হাসপাতালে নেওয়ার পরপরই মারা যায় সে। স্থানীয় কয়েকজন অভিভাবক জানান, শিক্ষক সমিতি জোর পূর্বক স্কুলের ছাত্রছাত্রীদের নোট বই ক্রয় করার জন্য চাপ দিয়ে আসছে। সরকার নোট বই নিষিদ্ধ করলেও প্রশাসন নিরব দর্শকের ভুমিকা পালন করছে। এদিকে উপজেলার বিভিন্ন দোকানে বিক্রি করা হচ্ছে অবৈধ নোট বই।
গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম জানান,ইউ ডি মামলা করা হয়েছে। পরিবারের কেহ বাদী না হওয়ায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।
No comments: