প্রধানমন্ত্রীকেই খালেদা জিয়ার সঙ্গে সংলাপে বসতে হবে: বি. চৌধুরী
: বিকল্পধারা বাংলাদেশের সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, "দেশকে বাঁচাতে চাইলে দেশের প্রধান হিসেবে প্রধানমন্ত্রীকেই খালেদা জিয়ার সঙ্গে সংলাপে বসতে হবে।"
আজ (বৃহস্পতিবার) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত ‘চলমান রাজনৈতিক সঙ্কট উত্তরণের উপায়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সাবেক প্রেসডিন্টে বদরুদ্দোজা চৌধুরী বলেন, "সঙ্কট নিরসনে প্রধানমন্ত্রীকেই আলোচনা, সংলাপ করতে হবে। তিনি একবার খালেদাকে টেলিফোন করে দাওয়াত দিয়েছিলেন। কিন্তু খালেদা জিয়া সাড়া দেননি। আর এ সাড়া না দেয়া খালেদা জিয়ার রাজনৈতিক ভুল ছিল বলে মনে হয়। দেশকে বাঁচাতে হলে খালেদাকে আরেকবার টেলিফোন করতে তো প্রধানমন্ত্রীর বাধা নেই। দেশকে, দেশের অর্থনীতিকে বাঁচাতে প্রধানমন্ত্রীকেই এগিয়ে আসতে হবে।"
তিনি বলেন, "জাতীয় সঙ্কটের বিষয়ে প্রধানমন্ত্রী জানেন না এটা মনে করার কোনো কারণ নেই। উনি কোয়ালিফাইড। ইচ্ছা করলে সমাধান করতে পারেন। প্রধানমন্ত্রী ইচ্ছা করলে তিন মাসের মধ্যে সমাধান করতে পারেন। কিন্তু প্রশ্ন হল সমস্যার সমাধান চান কি-না।"
'৫ জানুয়ারির নির্বাচন কোনো নির্বাচনই নয়' উল্লেখ করে বিকল্পধারা সভাপতি বলেন, "নির্বাচনের এক বছর পর ৫ জানুয়ারি প্রধানমন্ত্রী গণতন্ত্রের বিজয় উদযাপন করছেন। বর্ষপূর্তি পালন করেছেন। সে নির্বাচনে ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। জনগণ সে নির্বাচনে ভোট দেয়নি। দেশের মানুষ ভোটের ব্যাপারে খুব সোচ্চার।"
পেট্রলবোমা হামলা ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সমালোচনা করে বদরুদ্দোজা চৌধুরী বলেন, "আমি পেট্রোলবোমার বিরুদ্ধে। কিন্তু এ বোমা কে মারে এটা খুঁজে বের করতে হবে। প্রধান বিচারপতি আপনি একটি কমিটি করে দেন। এদের খোঁজ করার জন্য, কারা বোমা মারে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে। এটার কারণও খুঁজে বের করতে হবে। এ হত্যাকাণ্ডের আসল ব্যাপার কী?"
তিনি বলেন, বর্তমানে ৭ লাখ মানুষের বিরুদ্ধে মামলা করা হয়েছে। কিছুদিন পর যদি ১৪ লাখ মানুষের বিরুদ্ধে মামলা হয়, তাহলে দেশে শতকরা একজন করে মামলার আসামী হবেন। তখন বিশ্বরেকর্ড হয়ে যাবে।
আলোচনা সভায় অন্যদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি খন্দকার মুস্তাহিদুর রহমান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি এম খালেদ আহমেদ, পেশাজীবী সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী প্রমুখ বক্তব্য রাখেন।#১২ ফেব্রুয়ারি (রেডিও তেহরান)
No comments: