Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » পূর্ব ইউক্রেনে যুদ্ধবিরতি শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে: পুতিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, পূর্ব ইউক্রেনে সরকারি সেনা ও রুশপন্থি গেরিলাদের মধ্যে যুদ্ধবিরতি শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে। বেলারুশের রাজধানী মিনস্কে ম্যারাথন বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তিনি। পুতিন জানান, পূর্ব ইউক্রেনের ফ্রন্টলাইন থেকে ভারী অস্ত্র সরিয়ে নিতে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এবং ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেংকো রাজি হয়েছেন; ১৫ ফেব্রুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। পুতিন যুদ্ধবিরতির ঘটনাকে ‘প্রধান বিষয়’ বলে উল্লেখ করেন এবং রুশপন্থি গেরিলাদের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসতে ইউক্রেনের প্রেসিডেন্ট অনীহা প্রকাশ করছেন বলে জানান। বৈঠক থেকে বেরিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, সংঘাতপূর্ণ পূর্বাঞ্চল থেকে ১৪ দিনের মধ্যে ভারী অস্ত্র সরিয়ে নেয়া হবে। এদিকে, ফরাসি প্রেসিডেন্ট বলেন, যুদ্ধবিরতির বিষয়ে সমঝোতা হওয়ায় সংঘাত বন্ধের বিষয়ে বড় ধরনের আশা তৈরি হয়েছে। অন্যদিকে, ইউক্রেনের জেনারেল স্টাফের মুখপাত্র ভ্লাদিস্লাভ স্লেজনিয়ভ আজ (বৃহস্পতিবার) জানিয়েছেন, নতুন সংঘর্ষে নয়জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে। এর মধ্যে ইউক্রেনের ২ সেনা রয়েছে বলে জানান তিনি।#১২ ফেব্রুয়ারি (রেডিও তেহরান)






পূর্ব ইউক্রেনে যুদ্ধবিরতি শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে: পুতিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, পূর্ব ইউক্রেনে সরকারি সেনা ও রুশপন্থি গেরিলাদের মধ্যে যুদ্ধবিরতি শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে।



বেলারুশের রাজধানী মিনস্কে ম্যারাথন বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তিনি। পুতিন জানান, পূর্ব ইউক্রেনের ফ্রন্টলাইন থেকে ভারী অস্ত্র  সরিয়ে নিতে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এবং ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেংকো রাজি হয়েছেন; ১৫ ফেব্রুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে।



পুতিন যুদ্ধবিরতির ঘটনাকে ‘প্রধান বিষয়’ বলে উল্লেখ করেন এবং রুশপন্থি গেরিলাদের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসতে ইউক্রেনের প্রেসিডেন্ট অনীহা প্রকাশ করছেন বলে জানান। বৈঠক থেকে বেরিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, সংঘাতপূর্ণ পূর্বাঞ্চল থেকে ১৪ দিনের মধ্যে ভারী অস্ত্র সরিয়ে নেয়া হবে।



এদিকে, ফরাসি প্রেসিডেন্ট বলেন, যুদ্ধবিরতির বিষয়ে সমঝোতা হওয়ায় সংঘাত বন্ধের বিষয়ে বড় ধরনের আশা তৈরি হয়েছে।



অন্যদিকে, ইউক্রেনের জেনারেল স্টাফের মুখপাত্র ভ্লাদিস্লাভ স্লেজনিয়ভ আজ (বৃহস্পতিবার) জানিয়েছেন, নতুন সংঘর্ষে নয়জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে। এর মধ্যে ইউক্রেনের ২ সেনা রয়েছে বলে জানান তিনি।#১২ ফেব্রুয়ারি (রেডিও তেহরান)








«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply