দেশে ঢুকে পড়েছে ১,৫০০ রুশ সেনা: ইউক্রেনের সেনাবাহিনী
: ইউক্রেনের সেনাবাহিনী অভিযোগ করেছে, রাশিয়ার এক হাজার ৫০০ সেনা ইউক্রেনে ঢুকে পড়েছে। একইসঙ্গে এসেছে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম। আজ (সোমবার) ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির সেনা মুখপাত্র এন্ড্রি লাইসেন্সকো এ অভিযোগ করেন।
তিনি বলেছেন, গত ৭ ও ৮ ফেব্রুয়ারি রাশিয়ার তিনশ’টি সামরিক সরঞ্জাম ইউক্রেনে ঢুকেছে। এগুলোর মধ্যে গ্রাদ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও রয়েছে। এছাড়া ১৭০টি গাড়ি রাশিয়া থেকে ইউক্রেনে নিয়ে আসা হয়েছে বলে তিনি দাবি করেন। ইউক্রেনের সেনা মুখপাত্র বলেছেন, যেসব গাড়ি আনা হয়েছে তার মধ্যে ট্রাক, পেট্রোল ট্যাঙ্কার ও কার রয়েছে।
স্বঘোষিত প্রজাতন্ত্র দোনেস্কে সাম্প্রতিক সংঘর্ষে ইউক্রেনের ৪৫ জন সেনা নিহত হয়েছে বলে রুশপন্থী সেনা কমান্ডার এডোয়ার্ড বাসুরিন ঘোষণা করার পর এসব অভিযোগ করল ইউক্রেনের সেনাবাহিনী।
ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়া হস্তক্ষেপ করছে বলে কিয়েভ অভিযোগ করে আসলেও মস্কো প্রথম থেকেই তা অস্বীকার করে আসছে।#
দেশে ঢুকে পড়েছে ১,৫০০ রুশ সেনা: ইউক্রেনের সেনাবাহিনী : ইউক্রেনের সেনাবাহিনী অভিযোগ করেছে, রাশিয়ার এক হাজার ৫০০ সেনা ইউক্রেনে ঢুকে পড়েছে। একইসঙ্গে এসেছে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম। আজ (সোমবার) ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির সেনা মুখপাত্র এন্ড্রি লাইসেন্সকো এ অভিযোগ করেন। তিনি বলেছেন, গত ৭ ও ৮ ফেব্রুয়ারি রাশিয়ার তিনশ’টি সামরিক সরঞ্জাম ইউক্রেনে ঢুকেছে। এগুলোর মধ্যে গ্রাদ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও রয়েছে। এছাড়া ১৭০টি গাড়ি রাশিয়া থেকে ইউক্রেনে নিয়ে আসা হয়েছে বলে তিনি দাবি করেন। ইউক্রেনের সেনা মুখপাত্র বলেছেন, যেসব গাড়ি আনা হয়েছে তার মধ্যে ট্রাক, পেট্রোল ট্যাঙ্কার ও কার রয়েছে। স্বঘোষিত প্রজাতন্ত্র দোনেস্কে সাম্প্রতিক সংঘর্ষে ইউক্রেনের ৪৫ জন সেনা নিহত হয়েছে বলে রুশপন্থী সেনা কমান্ডার এডোয়ার্ড বাসুরিন ঘোষণা করার পর এসব অভিযোগ করল ইউক্রেনের সেনাবাহিনী। ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়া হস্তক্ষেপ করছে বলে কিয়েভ অভিযোগ করে আসলেও মস্কো প্রথম থেকেই তা অস্বীকার করে আসছে।#
Tag: world
No comments: