বাংলাদেশে এ ধরণের মাছধরা ট্রলারে যাত্রীবহনও করা হয়।
বাংলাদেশে দক্ষিণাঞ্চলীয় বরগুনা জেলায় পায়রা নদীর মোহনায় প্রায় শ'খানেক যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে যাবার পর সবশেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচটি লাশ উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থল থেকে কোস্টগার্ড কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধারকাজ চলছে। ডুবে যাওয়া ট্রলারটি এখন টেনে একটি চরের কাছে আনা হয়েছে, এবং পানি থেকে পুরোপুরি ওঠাতে পারলেই বোঝা যাবে আরো মৃতদেহ রয়েছে কিনা।
ঘটনাস্থল থেেক কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কে এম রাহাতউজ্জামান বিবিসি বাংলাকে জানিয়েছেন, যাদের মৃতদেহ পাওয়া গেছে তাদের সবাই পুরুষ। একজনের বয়স ১২-১৩ র কাছাকাছি হবে বলে মনে করা হচ্ছে।
তিনি জানান, ট্রলারটির যাত্রীদের অনেকেই সাঁতরে পারে উঠতে পেরেছেন বা তাদের উদ্ধার করা হয়েছে।
নৌযানটি একটি মাছধরা ট্রলার হলেও এটিতে করে প্রায় শ'খানেক লোক বহন করা হচ্ছিল।
যাত্রীরা সবাই একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
বাংলাদেশে এ ধরণের মাছধরা ট্রলারে যাত্রীবহনও করা হয়। বাংলাদেশে দক্ষিণাঞ্চলীয় বরগুনা জেলায় পায়রা নদীর মোহনায় প্রায় শ'খানেক যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে যাবার পর সবশেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচটি লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে কোস্টগার্ড কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধারকাজ চলছে। ডুবে যাওয়া ট্রলারটি এখন টেনে একটি চরের কাছে আনা হয়েছে, এবং পানি থেকে পুরোপুরি ওঠাতে পারলেই বোঝা যাবে আরো মৃতদেহ রয়েছে কিনা। ঘটনাস্থল থেেক কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কে এম রাহাতউজ্জামান বিবিসি বাংলাকে জানিয়েছেন, যাদের মৃতদেহ পাওয়া গেছে তাদের সবাই পুরুষ। একজনের বয়স ১২-১৩ র কাছাকাছি হবে বলে মনে করা হচ্ছে। তিনি জানান, ট্রলারটির যাত্রীদের অনেকেই সাঁতরে পারে উঠতে পেরেছেন বা তাদের উদ্ধার করা হয়েছে। নৌযানটি একটি মাছধরা ট্রলার হলেও এটিতে করে প্রায় শ'খানেক লোক বহন করা হচ্ছিল। যাত্রীরা সবাই একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
Tag: national
No comments: