বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ে নাইজেরিয়ায় সেনা পাঠাবে নাইজার
নাইজারের একটি সেনাদল নাইজারের একটি সেনাদল
: উগ্র সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ে নাইজেরিয়ায় সেনা পাঠানোর বিষয়টি অনুমোদন করেছে প্রতিবেশী নাইজারের পার্লামেন্ট।
দেশটির একজন সংসদ সদস্য এ সম্পর্কে বলেছেন,সোমবার নাইজারের পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে ১০২ জন সংসদ সদস্যের সবাই বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ে আঞ্চলিক জোটের সঙ্গে যোগ দিতে নাইজেরিয়ায় সেনা পাঠানোর পক্ষে ভোট দিয়েছেন। এর ফলে নাইজেরিয়া,বেনিন,ক্যামেরুন এবং চাদকে নিয়ে এরইমধ্যে গঠিত সন্ত্রাস বিরোধী আঞ্চলিক জোটে এখন পঞ্চম দেশ হিসেবে যোগ দেবে নাইজার।
নাম প্রকাশে অনিচ্ছুক পার্লামেন্টের আরেক সদস্য বলেন, অনুমোদিত প্রস্তাবে নাইজার সরকারকে সন্ত্রাস বিরোধী জোটের সঙ্গে যোগ দিতে ৭৫০ জন সৈন্য পাঠানোর অনুমতি দেয়া হয়েছে।
কয়েকদিন আগে বোকো হারাম নির্মূলে পাঁচ জাতির এই জোট ৮,৭০০ সেনা নিয়ে একটি বাহিনী গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল। তবে নাইজার সরকারের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন নির্ভর করছিল পার্লামেন্টের সিদ্ধান্তের ওপর।
নাইজারের পার্লামেন্টের ভোটাভুটির আগে বোকো হারাম নাইজেরিয়ার দিফা শহরের একটি স্থানীয় মার্কেটে গাড়ি বোমা হামলা চালিয়ে পাঁচ ব্যক্তিকে হত্যা করে। এ হামলায় অপর পাঁচ ব্যক্তি আহত হয়।#
১০ ফেব্রুয়ারি (রেডিও তেহরান)
বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ে নাইজেরিয়ায় সেনা পাঠাবে নাইজার নাইজারের একটি সেনাদল নাইজারের একটি সেনাদল : উগ্র সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ে নাইজেরিয়ায় সেনা পাঠানোর বিষয়টি অনুমোদন করেছে প্রতিবেশী নাইজারের পার্লামেন্ট। দেশটির একজন সংসদ সদস্য এ সম্পর্কে বলেছেন,সোমবার নাইজারের পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে ১০২ জন সংসদ সদস্যের সবাই বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ে আঞ্চলিক জোটের সঙ্গে যোগ দিতে নাইজেরিয়ায় সেনা পাঠানোর পক্ষে ভোট দিয়েছেন। এর ফলে নাইজেরিয়া,বেনিন,ক্যামেরুন এবং চাদকে নিয়ে এরইমধ্যে গঠিত সন্ত্রাস বিরোধী আঞ্চলিক জোটে এখন পঞ্চম দেশ হিসেবে যোগ দেবে নাইজার। নাম প্রকাশে অনিচ্ছুক পার্লামেন্টের আরেক সদস্য বলেন, অনুমোদিত প্রস্তাবে নাইজার সরকারকে সন্ত্রাস বিরোধী জোটের সঙ্গে যোগ দিতে ৭৫০ জন সৈন্য পাঠানোর অনুমতি দেয়া হয়েছে। কয়েকদিন আগে বোকো হারাম নির্মূলে পাঁচ জাতির এই জোট ৮,৭০০ সেনা নিয়ে একটি বাহিনী গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল। তবে নাইজার সরকারের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন নির্ভর করছিল পার্লামেন্টের সিদ্ধান্তের ওপর। নাইজারের পার্লামেন্টের ভোটাভুটির আগে বোকো হারাম নাইজেরিয়ার দিফা শহরের একটি স্থানীয় মার্কেটে গাড়ি বোমা হামলা চালিয়ে পাঁচ ব্যক্তিকে হত্যা করে। এ হামলায় অপর পাঁচ ব্যক্তি আহত হয়।# ১০ ফেব্রুয়ারি (রেডিও তেহরান)
Tag: world
No comments: