Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » শ্বকাপের প্রথম অঘটন ঘটাল নন টেস্ট খেলুড়ে আয়ারল্যান্ড। ৩০৫ রানের টার্গেট তাড়া করতে নেমে অনায়াসে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল তারা। ব্যাটে-বলে দলীয় ৩/৪জনের ব্যক্তিগত নৈপূণ্যের হাত ধরে ৪ উইকেটে জয় তুলে নিল আইরিশরা। অনেকটা স্বচ্ছন্দে খেলে ৫ ওভার হাতে রেখে ৩০৭ রান করে বিশ্বকাপের এ আসেরে নিজেদের প্রথম ম্যাচে জয় পেল অঘটন ঘটিয়সিখ্যাত আয়ারল্যান্ড। পুল 'বি'র ম্যাচটি সোমবার স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় ভোররাত ৪টা) নিউজিল্যান্ডের নেলসনের স্যাক্সটন ওভাল স্টেডিয়ামে শুরু হয়। ওয়েস্ট ইন্ডিজের করা ৩০৪ রানের জবাবে উদ্বোধনী জুটির দারুন একটি শুরুর পর ৭১ রানে প্রথম উইকেট হারায় আইরিশরা। ব্যক্তিগত ২৩ রানে আউট হন উইলয়াম পোর্টারফিল্ড। এরপর ওয়ান ডাউনে নামা জয়সির সাথে ১০৬ রানের জুটি গড়ে ব্যক্তিগত ৯২ রানে আউট হন স্টালিং। পরে জয়সি (৮৪) আউট হবার আগে নীল ওব্রিনের সাথে ৯৬ রানের জুটি গড়েন। তখন ৪১ ওভারে আইরিশদের সগ্রহ ৩ উইকেটে ২৮১। মাত্র ২৪ রান দূরে থাকতে তড়িগরি আরো ৩ উইকেট হারান আইরিশরা তবে এক প্রান্ত আগলে রেখে নীল ওব্রিনের হার না মানা ৭৯ রানের সুবাধে জয়ের বন্দরে পৌঁছে যায় আইরিশরা। ওয়েস্ট ইন্ডিজের জেরম টেইলার ৬৫ রান দিয়ে নেন ৩ উইকেট। এছাড় গেইল ও স্যামুয়েলস নেন একটি করে উইকেট। এর আগে টস জিতে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে লেন্ডল সিমন্সের শতকের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৪ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ ১০২ রান করেন সিমন্স। এছাড়া ড্যারেন স্যামি করেন ৮৯ রান। মূলত এই দুই ব্যাটসম্যানের কল্যাণেই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের সামনে বড় লক্ষ্য দাঁড় করাতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ। আয়ারল্যান্ডের পক্ষে ডকরেল তিনটি এবং কেভিন ও'ব্রায়েন, জন মুনি ও সরেনসেন একটি করে উইকেট পেয়েছেন।





শ্বকাপের প্রথম অঘটন ঘটাল নন টেস্ট খেলুড়ে আয়ারল্যান্ড। ৩০৫ রানের টার্গেট তাড়া করতে নেমে অনায়াসে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল তারা। ব্যাটে-বলে দলীয় ৩/৪জনের ব্যক্তিগত নৈপূণ্যের হাত ধরে ৪ উইকেটে জয় তুলে নিল আইরিশরা।

অনেকটা স্বচ্ছন্দে খেলে ৫ ওভার হাতে রেখে ৩০৭ রান করে বিশ্বকাপের এ আসেরে নিজেদের প্রথম ম্যাচে জয় পেল অঘটন ঘটিয়সিখ্যাত আয়ারল্যান্ড।
পুল 'বি'র ম্যাচটি সোমবার স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় ভোররাত ৪টা) নিউজিল্যান্ডের নেলসনের স্যাক্সটন ওভাল স্টেডিয়ামে শুরু হয়।
ওয়েস্ট ইন্ডিজের করা ৩০৪ রানের জবাবে উদ্বোধনী জুটির দারুন একটি শুরুর পর ৭১ রানে প্রথম উইকেট হারায় আইরিশরা। ব্যক্তিগত ২৩ রানে আউট হন উইলয়াম পোর্টারফিল্ড।
এরপর ওয়ান ডাউনে নামা জয়সির সাথে ১০৬ রানের জুটি গড়ে ব্যক্তিগত ৯২ রানে আউট হন স্টালিং। পরে জয়সি (৮৪) আউট হবার আগে নীল ওব্রিনের সাথে ৯৬ রানের জুটি গড়েন। তখন ৪১ ওভারে আইরিশদের সগ্রহ ৩ উইকেটে ২৮১। মাত্র ২৪ রান দূরে থাকতে তড়িগরি আরো ৩ উইকেট হারান আইরিশরা তবে এক প্রান্ত আগলে রেখে নীল ওব্রিনের হার না মানা ৭৯ রানের সুবাধে জয়ের বন্দরে পৌঁছে যায় আইরিশরা।
ওয়েস্ট ইন্ডিজের জেরম টেইলার ৬৫ রান দিয়ে নেন ৩ উইকেট। এছাড় গেইল ও স্যামুয়েলস নেন একটি করে উইকেট।
এর আগে টস জিতে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে লেন্ডল সিমন্সের শতকের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৪ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ।

ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ ১০২ রান করেন সিমন্স। এছাড়া ড্যারেন স্যামি করেন ৮৯ রান। মূলত এই দুই ব্যাটসম্যানের কল্যাণেই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের সামনে বড় লক্ষ্য দাঁড় করাতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ।

আয়ারল্যান্ডের পক্ষে ডকরেল তিনটি এবং কেভিন ও'ব্রায়েন, জন মুনি ও সরেনসেন একটি করে উইকেট পেয়েছেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply