গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ও ব্যবসায়ী আমিরুল ইসলামের বাড়ির প্রধান ফটকে একটি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১০টার দিকে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।বামুন্দী পুলিশ ক্যম্প ইনচার্জ উপ পুলিশ পরিদর্শক তৈহিদ হোসেন জানান, আমিরুল ইসলামের বাড়ির গেটের সামনে একটি বিস্ফোরন ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে সামান্য আলামত উদ্ধার করা হয়েছে। তবে ককটেল না কি বোমা বিস্ফোরন ঘটেছে তা নিশ্চিত করতে পারেনী কেউ। বিস্ফোরনের সাথে জড়িতদের চিহৃত করার চেষ্টা চলছে।
আমিরুল ইসলাম জানান, পরিবারের লোকজন বাড়ির ভিতরে অবস্থান করছিলাম রাতে হঠাৎ বাড়ির গেটের সামনে একটি বোমার বিস্ফোর ঘটে। বিস্ফোরণে হতাহতের ঘটনা না ঘটেলেও পরিবার সহ এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। রাজনৈকি কারনে তার বাড়িতে বোমা হামলা চালানো হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নেতা ও জেলা কমিটির সভাপতি সাবেক এমপি আমজাদ হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে বলেন,বিএনপি নেতা আমিরুল ইসলামের বাড়িতে বোমা হামলা চালিয়ে আন্দোলন বন্ধ করা যাবেনা। রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে ব্যার্থ হয়ে প্রতিপক্ষরা এসমব বোমা হামলা চালাচ্ছে। অবিলম্বে বোমা হামলাকারী গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান তিনি। গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম জানান,এলাকায় আতংক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা বিস্ফোরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
No comments: