বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কথোপকথনে তাঁরা বিশ্বকাপে একে অপরের দেশের ক্রিকেট দলের সাফল্য কামনা করেছেন বলে বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন। শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে ভারতের প্রধানমন্ত্রী টেলিফোন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেছেন।তাতে তিনি বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেয়া দক্ষিণ এশিয়ার চারটি দেশের নেতাদের সাথে টেলিফোনে কথা বলার বিষয়ে লিখেছেন। তারা একে অপরের দেশের ক্রিকেট দলের সাফল্য কামনা করেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ,শ্রীলংকার প্রেসিডেন্ট সিরিসেনা এবং আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণির সাথে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই কথোপকথনে তাঁরা বিশ্বকাপে একে অপরের দেশের ক্রিকেট দলের সাফল্য কামনা করেছেন বলে বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে ভারতের প্রধানমন্ত্রী টেলিফোন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে।
অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেছেন।তাতে তিনি বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেয়া দক্ষিণ এশিয়ার চারটি দেশের নেতাদের সাথে টেলিফোনে কথা বলার বিষয়ে লিখেছেন।
তারা একে অপরের দেশের ক্রিকেট দলের সাফল্য কামনা করেছেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ,শ্রীলংকার প্রেসিডেন্ট সিরিসেনা এবং আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণির সাথে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী।
Tag: national
No comments: