মহানবী(সা.)র অবমাননাকর কার্টুনের প্রতিবাদে লন্ডনে বিশাল বিক্ষোভ
ফরাসি রম্য সাপ্তাহিক 'শার্লি এবদো'তে শান্তির দূত মহানবী (সা.)’র অবমাননাকর কার্টুন ছাপানোর প্রতিবাদে ব্রিটেনে হাজার হাজার মুসলমান বিক্ষোভ করেছেন।
লন্ডনের ডাউনিং স্ট্রিটে এ বিক্ষোভ শোভাযাত্রা করেছেন ক্ষুব্ধ মুসলমানরা। এ সড়কেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন অবস্থিত। বিক্ষোভকারীরা যে সব প্ল্যাকার্ড বহন করেন তাতে লেখা ছিল, 'শার্লি হলো অবমাননার কারখানা' এবং 'ভদ্র আচরণ শেখো।' একই সঙ্গে বিক্ষোভকারীরা মহানবীর (সা.) প্রতি তাদের অকুণ্ঠ শ্রদ্ধা ও ভালবাসা তুলে ধরেন।
একই সঙ্গে বিক্ষোভাকারীরা গতমাসে ‘শার্লি এবদো’র দফতরসহ প্যারিসে হামলার কঠোর নিন্দা করেন। এ ন্যক্কারজনক হামলাকে তারা পরিষ্কার ভাষায় ইসলামি আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেন।
মহানবী’র (সা.) অবমাননাকর কার্টুন পুনঃপ্রকাশ করার প্রতিবাদ জানিয়ে লিফলেট বিলি করেছে বিক্ষোভের আয়োজক মুসলিম অ্যাকশন ফোরাম বা এমএএফ। এতে বলা হয়েছে, বাক স্বাধীনতার নামে নিয়মিতই পবিত্র ব্যক্তিত্বদের অবমাননা করা হচ্ছে।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাইরে এক সমাবেশে ভাষণ দিয়েছেন অনেক মুসলমান নেতা। পরে একটি প্রতিনিধি দল ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের দফতরে এক লাখের বেশি ব্রিটিশ মুসলমানের সই করা একটি প্রতিবাদপত্র জমা দেয়।# ৯ ফেব্রুয়ারি (রেডিও তেহরান):
মহানবী(সা.)র অবমাননাকর কার্টুনের প্রতিবাদে লন্ডনে বিশাল বিক্ষোভ ফরাসি রম্য সাপ্তাহিক 'শার্লি এবদো'তে শান্তির দূত মহানবী (সা.)’র অবমাননাকর কার্টুন ছাপানোর প্রতিবাদে ব্রিটেনে হাজার হাজার মুসলমান বিক্ষোভ করেছেন। লন্ডনের ডাউনিং স্ট্রিটে এ বিক্ষোভ শোভাযাত্রা করেছেন ক্ষুব্ধ মুসলমানরা। এ সড়কেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন অবস্থিত। বিক্ষোভকারীরা যে সব প্ল্যাকার্ড বহন করেন তাতে লেখা ছিল, 'শার্লি হলো অবমাননার কারখানা' এবং 'ভদ্র আচরণ শেখো।' একই সঙ্গে বিক্ষোভকারীরা মহানবীর (সা.) প্রতি তাদের অকুণ্ঠ শ্রদ্ধা ও ভালবাসা তুলে ধরেন। একই সঙ্গে বিক্ষোভাকারীরা গতমাসে ‘শার্লি এবদো’র দফতরসহ প্যারিসে হামলার কঠোর নিন্দা করেন। এ ন্যক্কারজনক হামলাকে তারা পরিষ্কার ভাষায় ইসলামি আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেন। মহানবী’র (সা.) অবমাননাকর কার্টুন পুনঃপ্রকাশ করার প্রতিবাদ জানিয়ে লিফলেট বিলি করেছে বিক্ষোভের আয়োজক মুসলিম অ্যাকশন ফোরাম বা এমএএফ। এতে বলা হয়েছে, বাক স্বাধীনতার নামে নিয়মিতই পবিত্র ব্যক্তিত্বদের অবমাননা করা হচ্ছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাইরে এক সমাবেশে ভাষণ দিয়েছেন অনেক মুসলমান নেতা। পরে একটি প্রতিনিধি দল ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের দফতরে এক লাখের বেশি ব্রিটিশ মুসলমানের সই করা একটি প্রতিবাদপত্র জমা দেয়।# ৯ ফেব্রুয়ারি (রেডিও তেহরান):
Tag: world
No comments: