রাজধানীর মধ্যবাড্ডায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় বাস থেকে লাফিয়ে নামতে গিয়ে ৭ জন আহত হয়েছে।এদিকে সন্ধ্যার পর মিরপুর আনসার ক্যাম্পের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
এতে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
সোমবার বিকেল ৪ টার দিকে মধ্যবাড্ডার লিংকরোডে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর-গুলিস্তান রুটের ‘তুরাগ পরিবহনের’ একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে গেলেও ততক্ষণে বাসটি পুড়ে কয়লা হয়ে যায়।
এ নিয়ে ঢাকাসহ সারাদেশে হরতালের দ্বিতীয় দিনে ৯টি যানবাহনের আগুনের ঘটনা ঘটেছে।
এদিকে দুপুরে গাজীপুর ও সকালে বগুড়ায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে চান্দনা চৌরাস্তা এলাকায় গাজীপুর টাঙ্গাইল রুটে চলাচলকালী কালিয়াকৈর পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। চৌরাস্তা থেকে যাত্রীবোঝাই বাসটি রওনা হবার পর পেছনে বসে থাকা যাত্রীবেশে দুর্বৃত্তরা বাসে আগুন দিলে আতংক ছড়িয়ে পড়ে। এসময় কয়েকজন নামতে গিয়ে আহত হন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।
এর আগে সোমবার ভোররাত গাজীপুরের তেলিপাড়া এলাকায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এঘটনায় কেউ হতাহত হয়নি।
সোমবার সকালে বগুড়ার শহরের ঠনঠনিয়া এলাকায় ঢাকা বাস টার্মিনালের সামনে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ওই এলাকা থেকে জাহাঙ্গীর আলম নামে সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
দুর্বৃত্তরা হামলা করে চালক ও হেলপারকে বের করে দিয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আধ ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে বাসের ভেতরের বেশ কিছু সিট পুড়ে গেছে।
এছাড়া সোমবার বগুড়ায় সারাদিনে আরো ৪টি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
No comments: