সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে লেবাননের পাশে থাকবে ইউরোপ: কর্মকর্তা
ক্রিস্টোস স্টাইলিয়ানিডেস
সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে লেবাননের প্রতি সহযোগিতা বাড়াবে ইউরোপীয় ইউনিয়ন। এ কথা জানিয়েছেন ওই ইউনিয়নের মানবিক সাহায্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার ক্রিস্টোস স্টাইলিয়ানিডেস।
তিনি আজ (সোমবার) বলেন, সন্ত্রাসবাদ আমাদের সবার অভিন্ন শত্রু। কাজেই এ ব্যাপারে সহযোগিতা বাড়াতে হবে।
আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক আল-কায়েদার সঙ্গে জড়িত জঙ্গি গোষ্ঠীগুলো সাম্প্রতিক সময়ে লেবাননে হামলা বাড়িয়ে দিয়েছে। সিরিয়ায় তৎপর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলো এই হামলা চালাচ্ছে বলে মনে করা হচ্ছে। এ ছাড়া, লেবাননের উত্তরাঞ্চলে সিরিয়ার সরকার সমর্থক ও বিদ্রোহীদের অনুসারীদের মধ্যে মাঝেমধ্যেই তীব্র সংঘর্ষ হচ্ছে।
ইউরোপীয় ইউনিয়নের ওই কর্মকর্তা আরো বলেন, ‘সন্ত্রাসীরা কোন নির্দিষ্ট ধর্ম বা সভ্যতার বিরুদ্ধে লড়াই করছে না। তারা বিশ্ব মানবতার শত্রু। সন্ত্রাসীরা আমাদের অস্তিত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছে।
Tag: world
No comments: