অহংকারীদের পরিত্যাগ করেছে দিল্লিবাসী-নীতিশ: নিশ্চিহ্ন হবে বিজেপি-লালু
লালুপ্রসাদ যাদব ও নীতীশ কুমার লালুপ্রসাদ যাদব ও নীতীশ কুমার
) ‘দিল্লিবাসী অহংকারীদের পরিত্যাগ করেছে। দেশের মানুষ সুবিচারের সঙ্গে উন্নয়ন চায়। অবকাঠামোগত সুবিধা চায়। মানুষ ঈমানদার নেতৃত্ব চায়। দিল্লির মানুষদের এই সিদ্ধান্ত সারা দেশে নতুন বার্তা পৌঁছবে।’
দিল্লিতে আম আদমি পার্টির ব্যাপক জয়লাভ এবং বিজেপি’র ভরাডুবির পরে প্রতিক্রিয়া দিতে গিয়ে একথা বলেন বিহারের জেডিইউ নেতা নীতিশ কুমার।
কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের উদ্দেশ্যে সমালোচনা করে নীতিশ কুমার বলেন, ‘এই সরকার ৯ মাস চলছে, এখন শুধু প্রচারে কাজ হবে না, কাজ করতে হবে।’
আম আদমি পার্টির ওপর বিশ্বাস করার জন্য দিল্লির ভোটারদের ধন্যবাদ দিয়েছেন নীতিশ কুমার।
বিজেপি’র রাজনৈতিক নৈতিকতা এবং মর্যাদা নেই বলেও মন্তব্য করেছেন নীতিশ কুমার। কাশ্মীরে ভোট প্রচারের দিকে ইঙ্গিত করে বলেন, ‘তখন বিজেপি ‘বাপ-বেটা’, ‘বাপ-বেটি’র (ফারুক-ওমর/ মুফতি মুহাম্মদ সইয়দ-মেহবুবা মুফতি) রাজত্বের অবসান চেয়েছিল। এখন তাদের সঙ্গেই সমঝোতা করে সরকার গড়তে চাইছে তারা। কালো টাকা বিদেশ থেকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। অনেক বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল, সেসবের কিছুই পালন করেনি তারা।’
বিহারের চলমান রাজনৈতিক সঙ্কটের কথা তুলে ধরে সেখানে ‘ঘোড়া কেনা বেচা’র সুযোগ সৃষ্টি করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
নীতিশ কুমার বিজেপির সমালোচনা করে বলেন, ‘এরা সমাজকে বিভক্ত করতে চায়। কখনো লাভ জিহাদের নামে, কখনো ধর্মান্তরকরণ কর্মসূচির মাধ্যমে, কখনো গালাগালির মাধ্যমে স্রেফ সমাজকে বিভাজনের চেষ্টায় রয়েছে ওরা।’
অন্যদিকে, বিহারের আর এক নেতা আরজেডি পার্টির নেতা লালু প্রসাদ যাদব দিল্লিতে আপের জয় প্রসঙ্গে মন্তব্য করেছেন, ‘দিল্লিতে বিজেপি হারা মানে, সারা দেশে হেরে যাওয়া। এবার সব জায়গায় নিশ্চিহ্ন হবে ওরা। অহংকার এবং ধর্মীয় উন্মাদনা সৃষ্টির ফলেই পতন হয়েছে বিজেপি’র।’
লালু প্রসাদ যাদব দিল্লিবাসীকে এবং আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে দেশে সেক্যুলার শক্তির উত্থানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন লালু প্রসাদ যাদব। #১০ ফেব্রুয়ারি (রেডিও তেহরান
অহংকারীদের পরিত্যাগ করেছে দিল্লিবাসী-নীতিশ: নিশ্চিহ্ন হবে বিজেপি-লালু লালুপ্রসাদ যাদব ও নীতীশ কুমার লালুপ্রসাদ যাদব ও নীতীশ কুমার ) ‘দিল্লিবাসী অহংকারীদের পরিত্যাগ করেছে। দেশের মানুষ সুবিচারের সঙ্গে উন্নয়ন চায়। অবকাঠামোগত সুবিধা চায়। মানুষ ঈমানদার নেতৃত্ব চায়। দিল্লির মানুষদের এই সিদ্ধান্ত সারা দেশে নতুন বার্তা পৌঁছবে।’ দিল্লিতে আম আদমি পার্টির ব্যাপক জয়লাভ এবং বিজেপি’র ভরাডুবির পরে প্রতিক্রিয়া দিতে গিয়ে একথা বলেন বিহারের জেডিইউ নেতা নীতিশ কুমার। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের উদ্দেশ্যে সমালোচনা করে নীতিশ কুমার বলেন, ‘এই সরকার ৯ মাস চলছে, এখন শুধু প্রচারে কাজ হবে না, কাজ করতে হবে।’ আম আদমি পার্টির ওপর বিশ্বাস করার জন্য দিল্লির ভোটারদের ধন্যবাদ দিয়েছেন নীতিশ কুমার। বিজেপি’র রাজনৈতিক নৈতিকতা এবং মর্যাদা নেই বলেও মন্তব্য করেছেন নীতিশ কুমার। কাশ্মীরে ভোট প্রচারের দিকে ইঙ্গিত করে বলেন, ‘তখন বিজেপি ‘বাপ-বেটা’, ‘বাপ-বেটি’র (ফারুক-ওমর/ মুফতি মুহাম্মদ সইয়দ-মেহবুবা মুফতি) রাজত্বের অবসান চেয়েছিল। এখন তাদের সঙ্গেই সমঝোতা করে সরকার গড়তে চাইছে তারা। কালো টাকা বিদেশ থেকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। অনেক বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল, সেসবের কিছুই পালন করেনি তারা।’ বিহারের চলমান রাজনৈতিক সঙ্কটের কথা তুলে ধরে সেখানে ‘ঘোড়া কেনা বেচা’র সুযোগ সৃষ্টি করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। নীতিশ কুমার বিজেপির সমালোচনা করে বলেন, ‘এরা সমাজকে বিভক্ত করতে চায়। কখনো লাভ জিহাদের নামে, কখনো ধর্মান্তরকরণ কর্মসূচির মাধ্যমে, কখনো গালাগালির মাধ্যমে স্রেফ সমাজকে বিভাজনের চেষ্টায় রয়েছে ওরা।’ অন্যদিকে, বিহারের আর এক নেতা আরজেডি পার্টির নেতা লালু প্রসাদ যাদব দিল্লিতে আপের জয় প্রসঙ্গে মন্তব্য করেছেন, ‘দিল্লিতে বিজেপি হারা মানে, সারা দেশে হেরে যাওয়া। এবার সব জায়গায় নিশ্চিহ্ন হবে ওরা। অহংকার এবং ধর্মীয় উন্মাদনা সৃষ্টির ফলেই পতন হয়েছে বিজেপি’র।’ লালু প্রসাদ যাদব দিল্লিবাসীকে এবং আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে দেশে সেক্যুলার শক্তির উত্থানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন লালু প্রসাদ যাদব। #১০ ফেব্রুয়ারি (রেডিও তেহরান
Tag: world
No comments: