নির্ধারিত সূচিতে ঢাকা যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা
: আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে নির্ধারিত সূচি অনুযায়ী ঢাকা যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বনগাঁ লোকসভা এবং কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থীরা বিপুল ভোটে জয়ের পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী নির্দিষ্ট সূচি অনুযায়ী ঢাকা যাবেন বলে জানিয়েছেন।
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তৃণমূলের এমপি ও টলিউডের নায়ক দেব এবং অভিনেত্রী মুনমুন সেন ঢাকা যাবেন বলে গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে। শিল্পী ও কলাকুশলীদের মধ্যে তার সঙ্গে থাকছেন,গায়ক নচিকেতা, চলচিত্র পরিচালক গৌতম ঘোষ, কবি সুবোধ সরকার, গায়ক ইন্দ্রনীল সেন এবং অভিনেতা অরিন্দম শীলও মুখ্যমন্ত্রীর সঙ্গে ঢাকায় যাবেন।
বাণিজ্য প্রতিনিধিদের মধ্যে শিল্পপতি হর্ষ নেওটিয়া, সঞ্জয় বুধিয়া এবং জেপিচৌধুরী মমতার সঙ্গে থাকবেন।
এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের এমপি ও বিশিষ্ট সাংবাদিক আহমদ হাসান ইমরান ঢাকা যাচ্ছেন বলে ভারত ও বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তা ঠিক নয় বলে জানিয়েছেন আহমদ হাসান ইমরান।
এনিয়ে আহমদ হাসান ইমরান জানান,‘এসংক্রান্ত খবরটি সম্পূর্ণ মিথ্যা। আমার বিরুদ্ধে সম্প্রতি গণমাধ্যমে যে কুৎসা ও অপপ্রচার চালানো হয়, এই ভিত্তিহীন খবরটি তারই একটি অঙ্গ।’
তিনি আরও জানান, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সফরে মূলত সাংস্কৃতিক জগত এবং ব্যবসায়ী-শিল্পপতিদের নিয়ে যাচ্ছেন। আমার নাম কখনই প্রতিনিধি দলের তালিকায় ছিল না। কারণ, আমার আগে তৃণমূলের অনেক সিনিয়র এমপি এবং প্রবীণ মন্ত্রীরা রয়েছেন। শুধুমাত্র বিতর্ক তৈরি করার জন্য এ ধরণের একটি খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। কেউ ইচ্ছে করলেই কোলকাতায় রাজ্য সচিবালয় নবান্নে বা আমার কাছেও যোগাযোগ করে প্রকৃত তথ্য জানতে পারেন।’
আহমদ হাসান জানান, ‘গত ৩৫ বছর ধরে কোলকাতার ‘কলম’ পত্রিকার সম্পাদক হিসেবে সাংবাদিকতার জগতে রয়েছি। কখনোই কেউ আমার বিরুদ্ধে কোনো অভিযোগ তোলেনি। ২০১৪-র জুন মাসে এমপি হওয়ার পরে আমার এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক অপপ্রচার চালানো হচ্ছে। আমার ভাবমূর্তি বিনষ্ট করার লক্ষ্যে একের পর এক প্রমাণ ছাড়াই কুৎসা করা হয়েছে। আমি -এর শিকার হয়েছি।’#১৬ ফেব্রুয়ারি (রেডিও তেহরান)
No comments: