হরতাল-অবরোধে ঢাকার বাইরের জেলাগুলোর পরিস্থিতি ভয়াবহ: মুহিত : বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধ ও হরতাল কমসূচিতে ঢাকার বাইরের জেলাগুলোর পরিস্থিতি ভয়াবহ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ (শনিবার) অর্থ মন্ত্রণালয়ে ‘বাংলাদেশের আর্থসামাজিক অগ্রযাত্রা এবং সামষ্টিক অর্থনীতির সাম্প্রতিক অবস্থান’ বিষয়ক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। অর্থমন্ত্রী বলেন, "হরতাল-অবরোধের ফলে ঢাকায় কিছু বোঝা যায় না। কিন্তু রাজধানীর বাইরে জেলাগুলোতে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। অর্থনৈতিক ক্ষতি নিয়ন্ত্রণের জন্য ঢাকার বাইরের জেলাগুলোকে সচল করার চিন্তা ভাবনা চলছে।" তিনি ঢাকার বাইরের জেলাগুলোকে সচল রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।
হরতাল-অবরোধে ঢাকার বাইরের জেলাগুলোর পরিস্থিতি ভয়াবহ: মুহিত
: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধ ও হরতাল কমসূচিতে ঢাকার বাইরের জেলাগুলোর পরিস্থিতি ভয়াবহ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ (শনিবার) অর্থ মন্ত্রণালয়ে ‘বাংলাদেশের আর্থসামাজিক অগ্রযাত্রা এবং সামষ্টিক অর্থনীতির সাম্প্রতিক অবস্থান’ বিষয়ক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। অর্থমন্ত্রী বলেন, "হরতাল-অবরোধের ফলে ঢাকায় কিছু বোঝা যায় না। কিন্তু রাজধানীর বাইরে জেলাগুলোতে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। অর্থনৈতিক ক্ষতি নিয়ন্ত্রণের জন্য ঢাকার বাইরের জেলাগুলোকে সচল করার চিন্তা ভাবনা চলছে।"
তিনি ঢাকার বাইরের জেলাগুলোকে সচল রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।
অবরোধে সড়ক সচলে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনের ফলে অতিরিক্ত বরাদ্দ দেয়া লাগছে কিনা- এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "অবশ্যই অতিরিক্ত বরাদ্দ দিতে হচ্ছে। তবে কী পরিমাণ অতিরিক্ত বরাদ্দ দেয়া হচ্ছে, তা এখনই বলব না।"
দেশের সাম্প্রতিক পরিস্থিতির উত্তরণ কবে হবে- এব্যাপারে অর্থমন্ত্রী বলেন, নো বডি নোউজ।
তিনি সাংবাদিকদের পাল্টা জানতে চান, "আপনারা বলতে পারবেন? গত জানুয়ারিতে আমি আশা করেছিলাম, এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। এমন আশা তো করতেই পারি।"
দেশ কি এ অবস্থার মধ্য দিয়েই যাবে এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, "বাংলাদেশ অদ্ভুত দেশ, চাইলেই হরতাল-অবরোধ হয়। তবে এর মধ্যেও মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধির হার (জিডিপি) ৬ শতাংশের ওপর থাকছে। সাম্প্রতিক সহিংস পরিস্থিতিতে অর্থনীতির কী পরিমাণ ক্ষতি হয়েছে, সে চিত্র আগামী মার্চে সমন্বয় কাউন্সিলের বৈঠকে তুলে ধরা হবে।"
অর্থমন্ত্রী বলেন, ‘এ আন্দোলন যারা করছে, তারা বাংলাদেশের শত্রু। তিনি সচেতন ব্যক্তিদের এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
No comments: