আম আদমি পার্টিকে জেতানোর আহ্বান দিল্লি জামে মসজিদের ইমামের
মাওলানা সাইয়েদ আহমেদ বুখারী
: ভারতের ঐতিহ্যবাহী দিল্লি জামে মসজিদের শাহী ইমাম মাওলানা সাইয়েদ আহমেদ বুখারী আম আদমি পার্টিকে জয়ী করার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে মুসলমানদের উদ্দেশ্যে তিনি এ আহ্বান জানিয়েছেন।
শাহী ইমাম মাওলানা সাইয়েদ আহমেদ বুখারী বলেছেন, ‘আমরা নির্বাচনে সেক্যুলার দলকে সমর্থন করার সিদ্ধান্ত করেছি। এজন্য মুসলমানদের কাছে আমি আবেদন করছি, তারা আম আদমি পার্টির প্রার্থীর পক্ষে ভোট দিন।’
গত লোকসভা নির্বাচনে শাহী ইমাম মাওলানা সাইয়েদ আহমেদ বুখারী কংগ্রেসকে সমর্থন দিয়েছিলেন। এবার আপের পক্ষে তার এই সমর্থন নির্বাচনে বড় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।
এদিকে, আজ (শুক্রবার) শাহী ইমামের পক্ষ থেকে আপকে সমর্থনের কথা ঘোষণা করলেও এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আপ নেতা সঞ্জয় সিং বলেছেন, ‘নির্বাচনে শাহী ইমামের সমর্থনের প্রয়োজন নেই। সাধারণ মানুষের সমর্থনেই আমরা জয় লাভ করব।’
দিল্লিতে মুসলিম ভোটার রয়েছেন প্রায় ১১ শতাংশ, যারা ৭০ আসনের দিল্লি বিধানসভা নির্বাচনে প্রভাব ফেলতে পারে।
মধ্য দিল্লির তিনটি এবং পূর্ব দিল্লির পাঁচটি আসনে ৩৫ থেকে ৪০ শতাংশ মুসলিম ভোটার রয়েছেন। গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস ৮টি আসনে জয়ী হয়। এই আট জন বিধায়কের মধ্যে ৪ জন বিধায়কই এসব আসন থেকে জয়লাভ করেছিল।
এবারের নির্বাচনে ৭০টি আসনের মধ্যে কংগ্রেস ৬টি আসনে মুসলিম প্রার্থী দিয়েছে। অন্যদিকে, আপ-এর টিকিটে লড়ছেন ৫ জন মুসলিম প্রার্থী। হিন্দুত্ববাদী বিজেপি নামমাত্র ১টি আসনে মুসলিম প্রার্থী দিয়েছে।#৬ ফেব্রুয়ারি (রেডিও তেহরান)
আম আদমি পার্টিকে জেতানোর আহ্বান দিল্লি জামে মসজিদের ইমামের মাওলানা সাইয়েদ আহমেদ বুখারী : ভারতের ঐতিহ্যবাহী দিল্লি জামে মসজিদের শাহী ইমাম মাওলানা সাইয়েদ আহমেদ বুখারী আম আদমি পার্টিকে জয়ী করার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে মুসলমানদের উদ্দেশ্যে তিনি এ আহ্বান জানিয়েছেন। শাহী ইমাম মাওলানা সাইয়েদ আহমেদ বুখারী বলেছেন, ‘আমরা নির্বাচনে সেক্যুলার দলকে সমর্থন করার সিদ্ধান্ত করেছি। এজন্য মুসলমানদের কাছে আমি আবেদন করছি, তারা আম আদমি পার্টির প্রার্থীর পক্ষে ভোট দিন।’ গত লোকসভা নির্বাচনে শাহী ইমাম মাওলানা সাইয়েদ আহমেদ বুখারী কংগ্রেসকে সমর্থন দিয়েছিলেন। এবার আপের পক্ষে তার এই সমর্থন নির্বাচনে বড় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। এদিকে, আজ (শুক্রবার) শাহী ইমামের পক্ষ থেকে আপকে সমর্থনের কথা ঘোষণা করলেও এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আপ নেতা সঞ্জয় সিং বলেছেন, ‘নির্বাচনে শাহী ইমামের সমর্থনের প্রয়োজন নেই। সাধারণ মানুষের সমর্থনেই আমরা জয় লাভ করব।’ দিল্লিতে মুসলিম ভোটার রয়েছেন প্রায় ১১ শতাংশ, যারা ৭০ আসনের দিল্লি বিধানসভা নির্বাচনে প্রভাব ফেলতে পারে। মধ্য দিল্লির তিনটি এবং পূর্ব দিল্লির পাঁচটি আসনে ৩৫ থেকে ৪০ শতাংশ মুসলিম ভোটার রয়েছেন। গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস ৮টি আসনে জয়ী হয়। এই আট জন বিধায়কের মধ্যে ৪ জন বিধায়কই এসব আসন থেকে জয়লাভ করেছিল। এবারের নির্বাচনে ৭০টি আসনের মধ্যে কংগ্রেস ৬টি আসনে মুসলিম প্রার্থী দিয়েছে। অন্যদিকে, আপ-এর টিকিটে লড়ছেন ৫ জন মুসলিম প্রার্থী। হিন্দুত্ববাদী বিজেপি নামমাত্র ১টি আসনে মুসলিম প্রার্থী দিয়েছে।#৬ ফেব্রুয়ারি (রেডিও তেহরান)
Tag: world
No comments: