Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বাংলাদেশে চলমান সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল ও জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো। বুধবার বিকালে ওয়াশিংটনে বিসওয়াল-তারানকোর বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন। বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন এবং বাংলাদেশে চলমান সহিংসতা নিয়ে উদ্বেগ জানান। বাংলাদেশের রাজনীতিকদেরই পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর ওপর তারা গুরুত্ব দিয়েছেন বলে জানা গেছে। এদিকে বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজারিকও এক প্রশ্নের জবাবে বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের প্রধান হিসেবে কর্মরত সহকারী মহাসচিব তারানকো বাংলাদেশ সরকার ও বিরোধী নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করছেন। এ কারণেই তিনি বিভিন্ন মহলে কথা বলছেন। কারণ মহাসচিব সবসময়ই বাংলাদেশের স্থিতি ও উন্নয়নে অঙ্গীকারাবদ্ধ। গত সেপ্টেম্বর থেকে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম সংক্রান্ত দপ্তরের দায়িত্বে আছেন তারানকো। এর আগে তিনি জাতিসংঘের রাজনীতি বিষয়ক দপ্তরের সহকারী মহাসচিব থাকাকালে তাকে বাংলাদেশ পরিস্থিতি দেখভালের দায়িত্ব হয়। গত সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপের মধ্যে প্রধান দুই রাজনৈতিক জোটের মধ্যে সমঝোতার লক্ষ্যে ২০১২ ও ২০১৩ সালে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত হয়ে তিন দফায় ঢাকা এসেছিলেন তারানকো। এদিকে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল তার দেশের পক্ষে দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চল দেখভালের দায়িত্বে আছেন। -






বাংলাদেশে চলমান সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল ও জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো। বুধবার বিকালে ওয়াশিংটনে বিসওয়াল-তারানকোর বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন।
বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন এবং বাংলাদেশে চলমান সহিংসতা নিয়ে উদ্বেগ জানান। বাংলাদেশের রাজনীতিকদেরই পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর ওপর তারা গুরুত্ব দিয়েছেন বলে জানা গেছে।
এদিকে বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজারিকও এক প্রশ্নের জবাবে বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের প্রধান হিসেবে কর্মরত সহকারী মহাসচিব তারানকো বাংলাদেশ সরকার ও বিরোধী  নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করছেন। এ কারণেই তিনি বিভিন্ন মহলে কথা বলছেন। কারণ মহাসচিব সবসময়ই বাংলাদেশের স্থিতি ও উন্নয়নে অঙ্গীকারাবদ্ধ।
গত সেপ্টেম্বর থেকে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম সংক্রান্ত দপ্তরের দায়িত্বে আছেন তারানকো। এর আগে তিনি জাতিসংঘের রাজনীতি বিষয়ক দপ্তরের সহকারী মহাসচিব থাকাকালে তাকে বাংলাদেশ পরিস্থিতি দেখভালের দায়িত্ব হয়। গত সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপের মধ্যে প্রধান দুই রাজনৈতিক জোটের মধ্যে সমঝোতার লক্ষ্যে ২০১২ ও ২০১৩ সালে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত হয়ে তিন দফায় ঢাকা এসেছিলেন তারানকো।
এদিকে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল তার দেশের পক্ষে দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চল দেখভালের দায়িত্বে আছেন।
-  






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply