গাংনী উপজেলার সাহেবনগর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গাংনী উপজেলার সাহেবনগর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত নবীন বরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আব্দুর রশিদ।
প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন,কাজিপুর ইউপির প্রাক্তন চেয়ারম্যান হাজী কাফুর উদ্দীন,সাবেক চেয়ারম্যান রাহাতুল্লাহ,ম্যানিজিং কমিটির সভাপতি মহিজুল হক,কাজিপুর কলেজের প্রভাষক মাহবুর রহমান,প্রভাষক কামাল উদ্দীন,কাজিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেতাব আলী। এসময় শিক্ষক শিক্ষিকা,ছাত্রছাত্রী অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথী গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন বলেন, ছাত্রছাত্রীদের শিক্ষার কোন বিকল্প নেই। যে জাতি যত উন্নত সে জাতি তত শিক্ষিত। একমাত্র শিক্ষাই পারে সমাজ কে আলোকিত করতে। এসময় উপজেলা নির্বাহী অফিসার এ স্কুলের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। প্রধান শিক্ষক আব্দুর রশিদ বলেন,সকল অভিভাবক কে নিয়ে বিদ্যালয়ের পড়ালেখা সহ সার্বিক উন্নয়ন করা হবে। এ স্কুলের উন্নয়নে সকলের কাছে সহযোগিতা কামনা করেন তিনি। এসময় বিগত দিনের জেএসসি ও এসএসসি পরিক্ষায় ভালো ফলাফল অর্জনে সহায়তা করার জন্য সকলের কাছে কৃতজ্ঞতা জানান।
Tag: lid news
No comments: